Ajker Patrika

লিমিটলেস সোশ্যাল ও ভিডিও প্যাক চালু করল গ্রামীণফোন

বিজ্ঞপ্তি  
Thumbnail image
লিমিটলেস সোশ্যাল ও ভিডিও প্যাক চালু করল গ্রামীণফোন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন মোবাইল ইন্টারনেটের বাজারে একটি উদ্ভাবনী অফার উন্মোচন করেছে। সম্প্রতি চালু হওয়া সীমাহীন ইন্টারনেট পোর্টফোলিওর আওতায় লিমিটলেস সোশ্যাল ও ভিডিও প্যাকে প্রথমবারের মতো গ্রাহকেরা এই অফার উপভোগ করবেন। সীমা বা গতির সীমাবদ্ধতা ছাড়াই নির্দিষ্ট প্ল্যাটফর্মে গ্রাহকেরা পাচ্ছেন লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুবিধা।

অফারটি এমনভাবে সাজানো হয়েছে যাতে গ্রাহকদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়। তাঁরা উপভোগ করতে পারেন সংযোগের অবাধ স্বাধীনতা।

অনন্য এই অফারের সুযোগ মিলছে ‘লিমিটলেস ভিডিও প্যাক’ ও ‘লিমিটলেস সোশ্যাল প্যাক’ এই দুই ভাগে। ‘লিমিটলেস ভিডিও প্যাক’-এর আওতায় ‍থাকছে নিরবচ্ছিন্ন ও সীমাহীন ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট ও লাইকি ব্যবহারের সুযোগ। ৩০ দিন মেয়াদি প্যাকটিতে গ্রাহকেরা মাত্র ১৮৯ টাকায় ননস্টপ ভিডিও উপভোগ করতে পারবেন। ‘লিমিটলেস সোশ্যাল প্যাক’-এর আওতায় থাকছে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ (শুধু টেক্সট) ও ইমো ব্যবহারের সীমাহীন সুযোগ। ৩০ দিন মেয়াদি প্যাকটিতে খরচ পড়বে ২৮৯ টাকা।

এই ডাটা প্যাকগুলো চালু করার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করল গ্রামীণফোন। সীমিত ইন্টারনেট ও স্পিড লিমিটের ভাবনা ছাড়া গ্রাহকেরা উপভোগ করতে পারবেন তাঁদের পছন্দের সব প্ল্যাটফর্ম। সংযোগ, স্বাচ্ছন্দ্য ও অনন্য সুবিধা প্রদানের মাধ্যমে গ্রাহকদের ক্ষমতায়নে গ্রামীণফোনের সংকল্পের প্রতিফলন এই প্যাকগুলো।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘গ্রাহকদের জন্য প্রযুক্তিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করাতে বিশ্বাস করি আমরা। গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্যময় ও সুবিধাজনকভাবে এই নতুন প্যাকগুলো সাজানো হয়েছে, যাতে গ্রাহকের ক্ষমতায়ন নিশ্চিত হয়; তারা কানেক্টেড থেকে আরও অনেক কিছু উপভোগ করতে পারেন। সুবিধাজনক এই ডিজিটাল সলিউশনগুলো অনলাইন ব্যবহারে বৈচিত্র্য আনবে, যা নিরবচ্ছিন্ন সংযোগের মাধ্যমে সমাজের ক্ষমতায়নে গ্রামীণফোনের লক্ষ্যের প্রতিফলন।’

মাই জিপি অ্যাপ-এর মাধ্যমে, *১২১# ডায়াল করে অথবা রিটেল টাচপয়েন্টে বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও গ্রামীণফোনের অফিশিয়াল ওয়েবসাইটের মতো ডিজিটাল চ্যানেল ব্যবহার করে নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জের মাধ্যমে আকর্ষণীয় এই প্যাকগুলো কিনতে পারবেন গ্রাহকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত