Ajker Patrika

নারায়ণগঞ্জে র‍্যাংগসের নতুন শোরুম উদ্বোধন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬: ৪৬
নারায়ণগঞ্জে র‍্যাংগসের নতুন শোরুম উদ্বোধন

গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের শহীদ সোহরাওয়ার্দী সড়কের ২ নম্বর রেলগেট-সংলগ্ন হাজী ব্রাদার্স সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের নতুন শোরুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানা গেছে। 

এই শোরুমে পাওয়া যাবে সনির আধুনিক প্রযুক্তির ‘ব্রাভিয়া এক্স আর’ প্রসেসর সমৃদ্ধ ওলেড টিভি, ফোর কে গুগল টিভি, সনি আলফা ক্যামেরা, লেন্স ও এক্সেসরিজ, সনি হোম অডিও ও ভিডিও সিস্টেম। থাকছে অফিশিয়াল এলজি ফোর কে ইউএইচডি, ন্যানো সেল গেস ওলেড টিভি, এ আই ইনভার্টার রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ন্যানো শেফ মাইক্রোওয়েভ ওভেন, ওয়াটার পিউরিকেয়ার, ইয়ারবাডস। সেরা মানের ও অফিশিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে ইলেক্ট্রলাস, কেলভিনেটর, র‍্যাংগস, কেন্সটারসহ বিশ্বমানের ইলেকট্রনিকস ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই শোরুমে। 

উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফটসহ আরও অনেক চমক। 

শোরুমটি উদ্বোধন করেন র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক বিনাস হোসেন। এ ছাড়া মার্কেটিং ও সেলস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত