বিজ্ঞপ্তি
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত হয়েছে র্যাফেল ড্র ও রেফ্রিজারেটর বিজয়ী নির্বাচন অনুষ্ঠান। গত মঙ্গলবার (২০ মে) ঢাকার বাংলামোটরে অবস্থিত র্যাংগস সোনারতরি শোরুমে এই ড্র অনুষ্ঠিত হয়, যেখানে চারজন ভাগ্যবান ক্রেতা র্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর জিতে নিয়েছেন।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড ১ মে ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করে। এই অফারে ক্রেতাদের জন্য ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ২৪ মাসের ০% ইএমআই, ফ্রি গিফটসহ অন্যান্য আকর্ষণীয় সুবিধা রয়েছে। ক্যাম্পেইনের শুরু থেকে যেসব কাস্টমার বিভিন্ন সনি-র্যাংগস পণ্য কিনেছেন, তাঁদের মধ্য থেকে ১০০ জন ভাগ্যবান বিজয়ী র্যাংগস ইলেকট্রনিকসের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত র্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর পাবেন।
এ সপ্তাহের ভাগ্যবান বিজয়ীরা হলেন—
-মো. শাহেদ হাসান, বনশ্রী, ঢাকার শোরুম থেকে ওয়ালপুল রেফ্রিজারেটর ক্রয় করে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।
-মেহেদী হাসান, ব্রাহ্মণবাড়িয়া শোরুম থেকে কেলভিনেটর ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।
-সনজ কুমার বসু, সাতক্ষীরা শোরুম থেকে র্যাংগস ৩২ ইঞ্চি গুগল টিভি কিনে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।
-মি. মিনহাজ, পল্লবী শোরুম থেকে র্যাংগস ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ভাইস চেয়ারম্যান, সাচিমি হোসেন ও সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড মি. রিকি লুকাস যৌথভাবে এই ক্যাম্পেইন অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিজয়ীদের আগামী সপ্তাহের র্যাফেল ড্র অনুষ্ঠানে উপহার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং মোহাইমিনুল এচাহাক প্রতীক।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত হয়েছে র্যাফেল ড্র ও রেফ্রিজারেটর বিজয়ী নির্বাচন অনুষ্ঠান। গত মঙ্গলবার (২০ মে) ঢাকার বাংলামোটরে অবস্থিত র্যাংগস সোনারতরি শোরুমে এই ড্র অনুষ্ঠিত হয়, যেখানে চারজন ভাগ্যবান ক্রেতা র্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর জিতে নিয়েছেন।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড ১ মে ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করে। এই অফারে ক্রেতাদের জন্য ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ২৪ মাসের ০% ইএমআই, ফ্রি গিফটসহ অন্যান্য আকর্ষণীয় সুবিধা রয়েছে। ক্যাম্পেইনের শুরু থেকে যেসব কাস্টমার বিভিন্ন সনি-র্যাংগস পণ্য কিনেছেন, তাঁদের মধ্য থেকে ১০০ জন ভাগ্যবান বিজয়ী র্যাংগস ইলেকট্রনিকসের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত র্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর পাবেন।
এ সপ্তাহের ভাগ্যবান বিজয়ীরা হলেন—
-মো. শাহেদ হাসান, বনশ্রী, ঢাকার শোরুম থেকে ওয়ালপুল রেফ্রিজারেটর ক্রয় করে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।
-মেহেদী হাসান, ব্রাহ্মণবাড়িয়া শোরুম থেকে কেলভিনেটর ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।
-সনজ কুমার বসু, সাতক্ষীরা শোরুম থেকে র্যাংগস ৩২ ইঞ্চি গুগল টিভি কিনে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।
-মি. মিনহাজ, পল্লবী শোরুম থেকে র্যাংগস ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ভাইস চেয়ারম্যান, সাচিমি হোসেন ও সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড মি. রিকি লুকাস যৌথভাবে এই ক্যাম্পেইন অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিজয়ীদের আগামী সপ্তাহের র্যাফেল ড্র অনুষ্ঠানে উপহার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং মোহাইমিনুল এচাহাক প্রতীক।
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে দেশের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ জীবন দিয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দেশ ও রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারলে তাঁদের এই আত্মত্যাগ সার্থক হবে।
৫ ঘণ্টা আগেচীনের বেইজিংভিত্তিক কোম্পানিটি বলেছে, এ সময়ে তাদের আয় তিন গুণেরও বেশি বেড়েছে। বিশ্বের নানা প্রান্তে লাবুবুর চাহিদা ও ব্র্যান্ড পরিচিতি দ্রুত বিস্তার ও খরচ নিয়ন্ত্রণের ফলে তাদের মুনাফায় এমন বিশাল উল্লম্ফন এসেছে।
৫ ঘণ্টা আগেবদলি আদেশ ছিঁড়ে ফেলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও ৭ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার জারি করা এ-সংক্রান্ত আদেশে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশমী। আজ বুধবার সেটি প্রকাশ করেছে এনবিআর।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে অবস্থান নির্ধারণে বাংলাদেশ চূড়ান্ত প্রস্তুতির পথে হাঁটছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বুধবার একটি আন্তমন্ত্রণালয় সভা করে বাণিজ্য মন্ত্রণালয়, সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে