বিজ্ঞপ্তি
দুর্দান্ত এক ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো দেশের শীর্ষস্থানীয় ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড আয়োজিত করপোরেট ফুটবল টুর্নামেন্ট ‘এসসি কাপ ২০২৪ ’। এতে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে ইউনাইটেড গ্রুপ। এবার পুরস্কার হিসেবে বিজয়ী দল যাবে লিভারপুল ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড অ্যানফিল্ডে গিয়ে লিভারপুলের খেলা দেখার সুযোগ।
গতকাল ৭ ডিসেম্বর রাজধানীর শেফ’স টেবিল কোর্টসাইডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ১২টি করপোরেট দল অংশ নেয়। এ আয়োজনের প্রতিটি ম্যাচ ছিল ফুটবলপ্রেমীদের জন্য রোমাঞ্চ ও উত্তেজনায় ভরপুর। নিয়মিত সময়ের খেলা শূন্য-শূন্য গোলে অমীমাংসিত থাকার পর পেনাল্টি শুটআউটে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশকে পরাজিত করে শিরোপা জিতে নেয় ইউনাইটেড গ্রুপ। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় ও করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ক্লায়েন্ট কাভারেজ এনামুল হক।
পুরস্কৃত করা হয় টুর্নামেন্টে সেরা পারফর্মারদেরকেও। সেরা খেলোয়াড় বা ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন ইউনাইটেড গ্রুপের জান্নাতুন নাইম। একই দলের মো. নূর আলম ও মো. আরমান উদ্দিন যথাক্রমে সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলকিপার হিসেবে পুরস্কৃত হয়েছেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, এসসি কাপ কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি করপোরেট সংস্কৃতির একটি অনন্য উদাহরণ। এখানে আমরা দলগত মনোভাব, দক্ষতা ও বন্ধনের সংস্কৃতিকে উদ্যাপন করি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রতিভার বহিঃপ্রকাশ এ এই আয়োজন সার্থক হয়ে উঠেছে দেখে আমরা গর্বিত। আমি ইউনাইটেড গ্রুপকে অভিনন্দন জানাই। একই সঙ্গে সকল দলকে ধন্যবাদ জানাই।
ইউনাইটেড গ্রুপের ডিরেক্টর নিজামুদ্দিন হাসান রশিদ বলেন, এসসি কাপ ২০২৪ জেতা আমাদের দলের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। পুরো যাত্রা ছিল একই সঙ্গে চ্যালেঞ্জিং ও আনন্দদায়ক। আমরা অ্যানফিল্ডে লিভারপুলের খেলা দেখার ব্যাপারে উৎসাহী।
এ বছর টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো আইডিএলসি, আবুল খায়ের গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এস্কায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড, ডিবিএল সিরামিকস লিমিটেড, প্রাণ গ্রুপ, ফকির ফ্যাশন লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও রবি আজিয়াটা।
২০১৪ সাল থেকে এ পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ করপোরেট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে চলেছে। অংশগ্রহণকারী দলগুলো ফুটবলের প্রতি ভালোবাসা থেকে নিজেদের দক্ষতা বাড়িয়েছে, সহকর্মীদের সঙ্গে বন্ধন মজবুত করেছে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছে। পূর্ববর্তী এসসি কাপ বিজয়ীদের মধ্যে গ্রামীণফোন, বাংলাট্র্যাক, রবি ও ইয়ুথ গ্রুপ উল্লেখযোগ্য।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০১০ সালের জুলাই মাসে লিভারপুল ফুটবল ক্লাবের (এলএফসি) স্পনসর হিসেবে পথচলা শুরু করে। গত ১৩ বছরে এই অংশীদারত্ব দৃঢ় বন্ধনে রূপ নিয়েছে, কারণ স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এলএফসি উভয়েরই শক্তিশালী নেটওয়ার্ক এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে গভীরভাবে জড়িত। লিভারপুল ফুটবল ক্লাবের ৭৭০ মিলিয়ন সমর্থকের একটি বড় অংশের বাস এমন অঞ্চলে যেখানে স্ট্যান্ডার্ড চার্টার্ডের কার্যক্রম বিদ্যমান। এই অংশীদারত্ব ২০২৬-২৭ ফুটবল মৌসুম পর্যন্ত ১৭টি সিজন জুড়ে অব্যাহত থাকবে।
দুর্দান্ত এক ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো দেশের শীর্ষস্থানীয় ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড আয়োজিত করপোরেট ফুটবল টুর্নামেন্ট ‘এসসি কাপ ২০২৪ ’। এতে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে ইউনাইটেড গ্রুপ। এবার পুরস্কার হিসেবে বিজয়ী দল যাবে লিভারপুল ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড অ্যানফিল্ডে গিয়ে লিভারপুলের খেলা দেখার সুযোগ।
গতকাল ৭ ডিসেম্বর রাজধানীর শেফ’স টেবিল কোর্টসাইডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ১২টি করপোরেট দল অংশ নেয়। এ আয়োজনের প্রতিটি ম্যাচ ছিল ফুটবলপ্রেমীদের জন্য রোমাঞ্চ ও উত্তেজনায় ভরপুর। নিয়মিত সময়ের খেলা শূন্য-শূন্য গোলে অমীমাংসিত থাকার পর পেনাল্টি শুটআউটে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশকে পরাজিত করে শিরোপা জিতে নেয় ইউনাইটেড গ্রুপ। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় ও করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ক্লায়েন্ট কাভারেজ এনামুল হক।
পুরস্কৃত করা হয় টুর্নামেন্টে সেরা পারফর্মারদেরকেও। সেরা খেলোয়াড় বা ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন ইউনাইটেড গ্রুপের জান্নাতুন নাইম। একই দলের মো. নূর আলম ও মো. আরমান উদ্দিন যথাক্রমে সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলকিপার হিসেবে পুরস্কৃত হয়েছেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, এসসি কাপ কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি করপোরেট সংস্কৃতির একটি অনন্য উদাহরণ। এখানে আমরা দলগত মনোভাব, দক্ষতা ও বন্ধনের সংস্কৃতিকে উদ্যাপন করি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রতিভার বহিঃপ্রকাশ এ এই আয়োজন সার্থক হয়ে উঠেছে দেখে আমরা গর্বিত। আমি ইউনাইটেড গ্রুপকে অভিনন্দন জানাই। একই সঙ্গে সকল দলকে ধন্যবাদ জানাই।
ইউনাইটেড গ্রুপের ডিরেক্টর নিজামুদ্দিন হাসান রশিদ বলেন, এসসি কাপ ২০২৪ জেতা আমাদের দলের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। পুরো যাত্রা ছিল একই সঙ্গে চ্যালেঞ্জিং ও আনন্দদায়ক। আমরা অ্যানফিল্ডে লিভারপুলের খেলা দেখার ব্যাপারে উৎসাহী।
এ বছর টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো আইডিএলসি, আবুল খায়ের গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এস্কায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড, ডিবিএল সিরামিকস লিমিটেড, প্রাণ গ্রুপ, ফকির ফ্যাশন লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও রবি আজিয়াটা।
২০১৪ সাল থেকে এ পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ করপোরেট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে চলেছে। অংশগ্রহণকারী দলগুলো ফুটবলের প্রতি ভালোবাসা থেকে নিজেদের দক্ষতা বাড়িয়েছে, সহকর্মীদের সঙ্গে বন্ধন মজবুত করেছে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছে। পূর্ববর্তী এসসি কাপ বিজয়ীদের মধ্যে গ্রামীণফোন, বাংলাট্র্যাক, রবি ও ইয়ুথ গ্রুপ উল্লেখযোগ্য।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০১০ সালের জুলাই মাসে লিভারপুল ফুটবল ক্লাবের (এলএফসি) স্পনসর হিসেবে পথচলা শুরু করে। গত ১৩ বছরে এই অংশীদারত্ব দৃঢ় বন্ধনে রূপ নিয়েছে, কারণ স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এলএফসি উভয়েরই শক্তিশালী নেটওয়ার্ক এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে গভীরভাবে জড়িত। লিভারপুল ফুটবল ক্লাবের ৭৭০ মিলিয়ন সমর্থকের একটি বড় অংশের বাস এমন অঞ্চলে যেখানে স্ট্যান্ডার্ড চার্টার্ডের কার্যক্রম বিদ্যমান। এই অংশীদারত্ব ২০২৬-২৭ ফুটবল মৌসুম পর্যন্ত ১৭টি সিজন জুড়ে অব্যাহত থাকবে।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নিজ এলাকায় যাতায়াত সহজ করতে কর্ণফুলী টানেল নির্মাণ করা হয়েছে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাঁর ভাষায়, এই ব্যয়বহুল প্রকল্প আসলে ব্যক্তিস্বার্থের প্রতিফলন।
৬ ঘণ্টা আগেশিল্পখাতে গ্যাসের দাম ১০০ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। রাজধানীর বিয়াম মিলনায়তনে বিইআরসির গণশুনানিতে তাঁরা দাবি করেন, গ্যাসের মূল্যবৃদ্ধি হলে শিল্পকারখানা চালানো অসম্ভব হয়ে পড়বে, যা দেশীয় উৎপাদন ও কর্মসংস্থানে বিপর্যয় ডেকে আনবে।
৮ ঘণ্টা আগেআসন্ন পবিত্র রমজান মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সময় কমানো হয়েছে। রোজার মধ্যে ডিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের লেনদেন শেষে ১০ মিনিট পোস্ট...
৯ ঘণ্টা আগেশিল্প খাতে গ্যাসের দাম ১০০ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাব করেছে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো। এই প্রস্তাব নিয়ে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে ব্যাপক হট্টগোল হয়েছে।
৯ ঘণ্টা আগে