Ajker Patrika

আড়াইহাজারে এক্সিম ব্যাংকের ১৫৫ তম শাখা উদ্বোধন

বিজ্ঞপ্তি  
Thumbnail image
আড়াইহাজারে এক্সিম ব্যাংকের ১৫৫ তম শাখা উদ্বোধন। ছবি: সংগৃহীত

ব্যবসা সমৃদ্ধ অঞ্চল নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক্সিম ব্যাংকের ১৫৫ তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার আড়াইহাজার শাখায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আনিসুল আলম। উপস্থিত ছিলেন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের বহুমুখী আমানত, বিনিয়োগ হিসাব এবং আন্তরিক সেবার কথা উল্লেখ করে বলেন, এক্সিম ব্যাংক আপনাদেরই ব্যাংক, আপনারা এই ব্যাংকের ওপর আস্থা রাখুন, আপনাদের সহযোগিতায় এই ব্যাংক সামনে এগিয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত