Ajker Patrika

এসিআই মোটরসের সঙ্গে ইয়ামাহার ৮ বছরপূর্তি উদ্‌যাপন

বিজ্ঞপ্তি  
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২১: ২৫
এসিআই মটরসের সঙ্গে ইয়ামাহার ৮ বছরপূর্তি উদ্‌যাপন। ছবি: সংগৃহীত
এসিআই মটরসের সঙ্গে ইয়ামাহার ৮ বছরপূর্তি উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

এসিআই মোটরসের সঙ্গে যাত্রার আট বছর পূর্ণ করেছে মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা। ২০১৬ সালে জাপানের বিখ্যাত এই মোটরসাইকেল ব্র্যান্ড বাংলাদেশের এসিআই মোটরসের সঙ্গে নতুনভাবে যাত্রা শুরু করে।

যাত্রার শুরু থেকেই ইয়ামাহা ও এসিআই মোটরস গ্রাহকদের জন্য ইয়ামাহার আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিতের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। এ ছাড়া মোটরসাইকেলচালকদের সড়ক সচেতনতা বৃদ্ধি ও আগ্রহী চালকদের প্রশিক্ষণ কার্যক্রমে ইয়ামাহা ও এসিআই মোটরস সব সময় কাজ করে যাচ্ছে।

আট বছরপূর্তি উপলক্ষে ১৫ নভেম্বর বগুড়ার মমো ইন পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৫০০-এর অধিক মোটরসাইকেল ব্যবহারকারী ও ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। ইয়ামাহা ও এসিআই মোটরসের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশব্যাপী ইয়ামাহার সব শোরুমে ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্য ও ইয়ামাহার কাস্টমারদের অংশগ্রহণে উদ্‌যাপন করা হয় অষ্টম বর্ষপূর্তি উৎসব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত