Ajker Patrika

বরগুনায় এক্সিম ব্যাংকের ১৫৩ তম শাখা উদ্বোধন

বরগুনায় এক্সিম ব্যাংকের ১৫৩ তম শাখা উদ্বোধন। ছবি: সংগৃহীত
বরগুনায় এক্সিম ব্যাংকের ১৫৩ তম শাখা উদ্বোধন। ছবি: সংগৃহীত

ক্রমবর্ধমান অর্থনৈতিক অঞ্চল বরগুনায় এক্সিম ব্যাংকের ১৫৩ তম শাখার উদ্বোধন করা হয়েছে। গত ৫ ডিসেম্বর বরগুনা শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আনিসুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের বহুমুখী আমানত ও বিনিয়োগ হিসাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও বলেন এক্সিম ব্যাংক আপনাদেরই ব্যাংক, আপনারা এই ব্যাংকের ওপর আস্থা রাখুন, আপনাদের সহযোগিতায় এই ব্যাংক সামনে এগিয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত