Ajker Patrika

বারভিডার নতুন সভাপতি আবদুল হক, মহাসচিব রিয়াজ রহমান

আজকের পত্রিকা ডেস্ক­
আবদুল হক ও রিয়াজ রহমান। ছবি: সংগৃহীত
আবদুল হক ও রিয়াজ রহমান। ছবি: সংগৃহীত

রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল হক। এ নিয়ে চতুর্থবারের মতো বারভিডার সভাপতি হলেন তিনি।

গত ২১ ডিসেম্বর ২০২৪-২৬ মেয়াদের জন্য বারভিডার কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আবদুল হকের নেতৃত্বাধীন গণতান্ত্রিক পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আবদুল হক সভাপতি নির্বাচিত হন।

কমিটির মহাসচিব হয়েছেন রিয়াজ রহমান। তিনি রিয়াজ মোটরসের স্বত্বাধিকারী। তিনজন সহসভাপতি হলেন মোহা. সাইফুল ইসলাম, হাবিবুর রহমান খান ও ফরিদ আহমেদ।

এ ছাড়া সৈয়দ জগলুল হোসেন যুগ্ম মহাসচিব, মো. সাইফুল আলম কোষাধ্যক্ষ, মো. হাফিজ আল আসাদ যুগ্ম কোষাধ্যক্ষ, জোবায়ের রহমান সাংগঠনিক সম্পাদক, মো. আবদুল আউয়াল প্রচার ও প্রকাশনা সম্পাদক, এস এম মনসুরুল কবির পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক এবং মো. গোলাম রাব্বানি সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন।

২৫ সদস্যের কমিটির অন্য কার্যনির্বাহী সদস্যরা হলেন এ বি সিদ্দিক, মোহাম্মদ আনিসুর রহমান, আখতার হোসেন মজুমদার, মোহাম্মদ কায়সার মোরশেদ, আহসানুর রহমান, পুনম শারমীন, জহির উদ্দিন মো. বাবর চৌধুরী, বেনজীর আহমেদ, মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, মজিবুর রহমান, মোহাম্মদ জহির ইকবাল, কে এম শফিউল্লাহ ও দিবাকর বড়ুয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

ভল্ট থেকে উইন্ডো গ্রুপের কোটি টাকা চুরি, ডেপুটি ম্যানেজারসহ গ্রেপ্তার ২

গণভোট আর নির্বাচন এক দিনে করার প্রস্তাব উদ্ভট: জামায়াত নেতা তাহের

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত