Ajker Patrika

এনআরবি ব্যাংকে মানি লন্ডারিং বিষয়ে সচেতনতামূলক সম্মেলন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১: ৩৪
এনআরবি ব্যাংকে মানি লন্ডারিং বিষয়ে সচেতনতামূলক সম্মেলন। ছবি: সংগৃহীত
এনআরবি ব্যাংকে মানি লন্ডারিং বিষয়ে সচেতনতামূলক সম্মেলন। ছবি: সংগৃহীত

এনআরবি ব্যাংক পিএলসি কর্মীদের মধ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স-২০২৪ আয়োজন করেছে। গতকাল শুক্রবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম এহসান, হেড অব বিএফআইইউ (অ্যাক্টিং) এবং সভাপতিত্ব করেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শাকির আমীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো আনোয়ার উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. শাহীন হাওলাদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. আলী আকবর ফরাজি।

বিএফআইইউয়ের যুগ্ম পরিচালক মো. ইমতিয়াজ হারুন এবং ইবনে আহসান কবির রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিদিনের ব্যাংকিং কার্যক্রমে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক করণীয় এবং বর্জনীয় নিয়ে তাঁরা আলোচনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যামেলকো, ডামেলকো, হেড অব ডিভিশন ও শাখা প্রধানেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত