Ajker Patrika

সেলফ চেক-ইন চালু করল ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেলফ চেক-ইন চালু করল ইউএস-বাংলা

ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রীদের সুবিধার্থে দেশে প্রথমবারের মতো চালু করল সেলফ চেক-ইন। আজ রোববার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য এই সেবা চালু করে বেসরকারি এই উড়োজাহাজ সংস্থা।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘অভ্যন্তরীণ বিমানবন্দর ব্যবহার করে প্রতিদিন অনেক যাত্রী দেশের বিভিন্ন স্থানে আসা-যাওয়া করেন। যাত্রীদের ভিড়ে চেক-ইন কাউন্টারগুলোতে দীর্ঘ লাইন হচ্ছে। তারা যাতে সহজে নিজের চেক-ইন নিজেই সম্পন্ন করতে পারেন, সেজন্যই আমাদের এই সেলফ চেক-ইন ব্যবস্থা। সেলফ চেক-ইনের মাধ্যমে যাত্রীরা ফ্লাইটে পছন্দমতো সিট বাছাই করতে পারবেন।’ 

কামরুল ইসলাম আরও বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রীদের জন্য সেলফ চেক-ইনের ব্যবস্থা করেছে। যাত্রীসেবার জন্য ইউএস-বাংলা এয়ারলাইনসের নেওয়া এই পদক্ষেপ এয়ারলাইনসটিকে আরও একধাপ এগিয়ে নিয়েছে। ভবিষ্যতে দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরে সেলফ চেক-ইন ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের। 

ইউএস-বাংলার বিমান বহরে বর্তমানে মোট ১৬টি এয়ারক্রাফট আছে, যার মধ্যে ছয়টি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট। ইউএস-বাংলা মালদ্বীপ, চেন্নাই, কলকাতা, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, শারজাহ, দুবাই, মাস্কাট ও দোহা ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত