Ajker Patrika

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শ্রীমঙ্গল শাখার যাত্রা শুরু

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৫: ০২
Thumbnail image

শ্রীমঙ্গলের মৌলভীবাজারে গত ১৮ সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ২২০তম শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী। 

আরও উপস্থিত ছিলেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান, এফসিএস ইভিপি ও রিজিওলান হেড-সিলেট আমিনুল হক চৌধুরী, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং এবং করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান আবুল কালাম আজাদসহ অন্য কর্মকর্তারা। 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী বক্তব্যে বলেন, ‘সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা ও ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।’ 
 
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত