Ajker Patrika

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে রাকাবের বিশেষ সভা

প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১: ৪৪
কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে রাকাবের বিশেষ সভা

রাজশাহী: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিশেষ সভা করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। সোমবার (২৮ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাকাবের চেয়ারম্যান রইছউল আলম মণ্ডল। 

রাকাবে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের ওপর বিভিন্ন আপত্তি ও নিষ্পত্তিমূলক জবাবের জন্য এ সভায় বিশদ আলোচনা হয়। এই সভায় রাকাবের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক। 

সভায় রাকাবের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, পরিচালক বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক তোফাজউদ্দীন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিধু ভূষণ রায় ও প্রাণী সম্পদ অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক ড. ইসমাইল হক তাঁদের নিজ নিজ কার্যালয় থেকে যুক্ত হন। পর্ষদ সচিবালয়ের সচিব সানা উল্লাহ এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা রাকাব প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে সভায় অংশগ্রহণ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত