Ajker Patrika

ব্যাংকাস্যুরেন্স সেবা শুরু যমুনা ব্যাংকে

বিজ্ঞপ্তি  
Thumbnail image
ব্যাংকাস্যুরেন্স সেবা শুরু যমুনা ব্যাংকে। ছবি: সংগৃহীত

ব্যাংকাস্যুরেন্স সেবা দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে যমুনা ব্যাংক পিএলসি। এর ফলে গ্রাহকেরা ডেল্টা লাইফের বিভিন্ন বিমা পলিসি যমুনা ব্যাংকের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। দেশের মানুষের কাছে বিমা পণ্য ও সেবা আরও সহজতর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আতিকুর রহমান এবং ডেল্টা লাইফের সিইও উত্তম কুমার সাধুর উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের কর্পোরেট বিভাগের প্রধান মো. শহিদুল ইসলাম, আইসিটি বিজনেস অপারেশনের প্রধান এ এস এম হুমায়ুন কবির, আইসিটি ডেভেলপমেন্ট ও ইনফ্রাস্ট্রাকচারের প্রধান রাজিব বিন আহমেদ, ডেল্টা লাইফের চিফ কন্সালটেন্ট সফিউল আলম খান চৌধুরী, আইটি বিভাগের প্রধান মো. শামিম রেজাসহ অনেকে।

এখন থেকে ব্যাংকাস্যুরেন্স সেবার মধ্য দিয়ে ডেল্টা লাইফের বিস্তৃত উদ্ভাবনী পণ্য ও সেবা যমুনা ব্যাংকের শাখা-উপশাখাসহ ব্যাংকের দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত