Ajker Patrika

প্রতিভা বিকাশে নারীদের পাশে ব্র্যাক ব্যাংক ‘তারা’

বিজ্ঞপ্তি  
প্রতিভা বিকাশে নারীদের পাশে ব্র্যাক ব্যাংক ‘তারা’। ছবি: সংগৃহীত
প্রতিভা বিকাশে নারীদের পাশে ব্র্যাক ব্যাংক ‘তারা’। ছবি: সংগৃহীত

নারীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে বিশেষ নৃত্য পরিবেশনা ‘সখী’ আয়োজনের পাশে ছিল ব্র্যাক ব্যাংক উইমেন ব্যাংকিং ‘তারা’। এতে অংশ নেন বিভিন্ন পেশায় নিয়োজিত ৯০ জন প্রতিভাবান নারী। ‘সখী’ হচ্ছে নাচ শেখার একটি প্ল্যাটফর্ম, যা পূর্ণবয়স্ক নারীদের নৃত্য শেখার স্বপ্ন পূরণে কাজ করে।

গত ৬ ডিসেম্বর ছায়ানট অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন পেশার নারীরা অংশ নেন। যা তাঁদের শক্তি, সৃজনশীলতা ও স্বপ্ন পূরণের বাসনাকে নতুন আভায় উদ্ভাসিত করেছিল।

ব্র্যাক ব্যাংক ‘তারা’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্থী আহমেদ এবং সংগীত পরিচালনা করেন নির্ঝর চৌধুরী।

অংশগ্রহণকারী নারীদের নৃত্য পরিবেশনা ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল। ধারাবাহিক দুটি শো-তে ২০০ ‘তারা’ গ্রাহক ও তাঁদের সঙ্গীসহ ৫০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন সমাজের সর্বস্তরের নারীদের ক্ষমতায়নের ব্যাপারে ব্যাংকটির ব্যক্ত করা প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে বলেন, ব্র্যাক ব্যাংকে আমাদের ভিশন স্পষ্ট; আর্থিক স্বাধীনতার মাধ্যমে নারীদের লক্ষ্য পূরণে সহায়তা করতে এবং তাঁদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা তাঁদের ক্ষমতায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই আয়োজন নিয়ে ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার নুরুন নাহার বলেন, সখী আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। এই প্রজেক্টটি সেসব নারীদের সাহস, সংকল্প এবং আনন্দ উদ্যাপন করে, যারা প্রাপ্তবয়স্ক শিক্ষানবিশ হিসেবে নাচের প্রতি তাঁদের ভালোবাসার সাহসী বহিঃপ্রকাশ ঘটান। সখী শুধু একটি নৃত্য পরিবেশনের মঞ্চই নয়, বরং এটি নারীদের সুপ্ত প্রতিভা বিকাশে তাঁদের উদ্বুদ্ধ করতেও সহায়তা করে। স্বপ্ন পূরণের যে কোনো বয়স নেই এবং যেকোনো বয়সেই যে এটা করা সম্ভব, এই উদ্যোগটি তারই প্রমাণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ পদ বাদে সব কমিটি বিলুপ্ত ঘোষণা জাতীয় নাগরিক কমিটির

নতুন ছাত্রসংগঠন ঘোষণার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধীদের সংঘর্ষ

উপদেষ্টা থাকাকালে আয়-ব্যয়ের হিসাব দিলেন নাহিদ

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাসহ ৭ জনকে কুপিয়ে জখম

ইব্রাহিমের রেকর্ড সেঞ্চুরিতে ইংল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল আফগানিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত