Ajker Patrika

উত্তরা ইপিজেডের কার্যক্রম শুরু, এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি চালু শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৫
নীলফামারীর উত্তরা ইপিজেডে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
নীলফামারীর উত্তরা ইপিজেডে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেড বাদে উত্তরা ইপিজেডে অবস্থিত অন্যান্য কারখানা চালু হয়েছে। আগামীকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের কারখানা চালু হবে। একই সঙ্গে কারখানার শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবি পূরণ করবে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন উত্তরা ইপিজেড নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার।

এতে বলা হয়, ইপিজেডের উৎপাদনমুখী কর্মপরিবেশ ফিরিয়ে আনা, বৈদেশিক বিনিয়োগ অব্যাহত রাখা ও দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার লক্ষ্যে উত্তরা ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেড বাদে অন্যান্য সব কারখানা যথারীতি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শ্রমিক অসন্তোষ ও সংঘটিত ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বেপজা চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।

গতকাল বুধবার উত্তরা ইপিজেডের জোন অফিসের কনফারেন্স রুমে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের উত্থাপিত বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরির শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, মালিক প্রতিনিধি, জেলা প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানির পক্ষ থেকে নিহত শ্রমিক আহসান হাবীবের আইনানুগ অভিভাবককে প্রাথমিকভাবে ক্ষতিপূরণ বাবদ ২ লাখ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি আহত সব শ্রমিকের চিকিৎসার ব্যয়ভার এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) বহন করবে মর্মে মালিকপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে।

এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের শ্রমিকেরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে গত মঙ্গলবার উত্তরা ইপিজেডের মূল গেটের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। ফলে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ও ইপিজেডের আমদানি, রপ্তানিসহ সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং জোনে শ্রম অসন্তোষ তৈরি হয়।

একপর্যায়ে উদ্ভূত শ্রম অসন্তোষের জেরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকেরা সংঘর্ষে জড়িয়ে পড়লে একজন শ্রমিক নিহত এবং আরও কয়েকজন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের নিরাপত্তার বৃহত্তর স্বার্থে গতকাল বুধবার উত্তরা ইপিজেডের সব কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...