Ajker Patrika

জেসিআই মানিকগঞ্জের ট্রেজারার হলেন আর কে জ্যান

অনলাইন ডেস্ক
আর কে জ্যান। ছবি: বিজ্ঞপ্তি
আর কে জ্যান। ছবি: বিজ্ঞপ্তি

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মানিকগঞ্জ চ্যাপ্টারের নতুন ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও জনসংযোগকর্মী এম রেজাউল করিম, যিনি আর কে জ্যান নামেই পরিচিত। সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত ক্লাব জেসিআইতে অনুষ্ঠিত চ্যাপ্টারটির এক্সট্রা অর্ডিনারি জেনারেল অ্যাসেম্বলিতে (ইজিএ) তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেসিআই বিডিসি চেয়ারপারসন মাসরুর মাহমুদ শুভ, চ্যাপ্টারটির মেন্টর ও ২০২৫ রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট শেখ আশিকুজ্জামান, চ্যাপ্টারের লোকাল প্রেসিডেন্ট (এলপি) আবু সুফিয়ান নিলাভ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) মুসনাদ ই আহমদ, সেক্রেটারি জেনারেল (এসজি) আরিফ হোসেনসহ বোর্ডের অন্য সদস্যরা।

প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা ও জনসংযোগ পেশায় জড়িত আর কে জ্যান বর্তমানে জেএমআই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান উইন্ডো মিডিয়া লিমিটেডের পাবলিক রিলেশনস বিভাগের ম্যানেজার পদে কর্মরত রয়েছেন। এ ছাড়া তিনি দৈনিক ভোরের কাগজের মাল্টিমিডিয়া রিপোর্টিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্রেজারার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি চ্যাপ্টারটির লোকাল ডিরেক্টর হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এ দিন চ্যাপ্টারটির আরেক লোকাল ডিরেক্টর সাবরিনা পারভিন খান ভাইস প্রেসিডেন্ট পদে, পদ খালি হয়ে যাওয়ায় লোকাল কমিটি চেয়ারে আল ইসতিয়াক হাসান দ্বীপ এবং সাগর কস্তা লোকাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ ছাড়া নতুন করে চ্যাপ্টারের সদস্যদের মধ্য থেকে আজমাইন হাবীব ও মোহাম্মদ আল আমিন হাওলাদেরকে লোকাল কমিটি চেয়ার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

নতুন ট্রেজারার হিসেবে দায়িত্ব পাওয়া প্রসঙ্গে জেসিআই মানিকগঞ্জের লোকাল প্রেসিডেন্ট আবু সুফিয়ান নিলাভ বলেন, ‘আর কে জ্যান হলেন আমাদের সময়ের একজন উদ্যমী ও মেধাবী যুবক। তাঁর সাংবাদিকতা ও জনসংযোগ দক্ষতা আমাদের সংগঠনের আর্থিক ও কৌশলগত পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে। জ্যানের নেতৃত্বগুণ ও পেশাগত অভিজ্ঞতা এবং তাঁর নেতৃত্বে সংগঠন আরও এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।’

আর কে জ্যান বলেন, ‘জেসিআই মানিকগঞ্জের ট্রেজারার হিসেবে দায়িত্ব নেওয়াটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তরুণ নেতৃত্ব তৈরির এই প্ল্যাটফর্মে অর্থনৈতিক স্বচ্ছতা ও স্থায়িত্ব নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার। এমন একটি ফিন্যান্সিয়াল কাঠামো গড়ে তোলা, যা জেসিআই মানিকগঞ্জের প্রতিটি প্রজেক্ট ও উদ্যোগকে কার্যকরভাবে বাস্তবায়নে সহায়তা করবে। পাশাপাশি তরুণদের অর্থনৈতিক পরিকল্পনার ওপর সচেতনতা বাড়ানোও আমাদের লক্ষ্য।’

জ্যান আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, একটি সংগঠনের সাফল্য নির্ভর করে সমন্বিত প্রচেষ্টার ওপর। প্রেসিডেন্টসহ পুরো বোর্ড মেম্বারদের সঙ্গে কাজ করে আমরা জেসিআই মানিকগঞ্জকে আরও ফলপ্রসূ ও কার্যকর একটি অধ্যায়ে নিয়ে যেতে পারব বলে আমি আশাবাদী।’

উল্লেখ্য, জেসিআই মানিকগঞ্জ জেসিআই বাংলাদেশের একটি সক্রিয় স্থানীয় সংগঠন, যা যুব নেতৃত্ব উন্নয়ন, সামাজিক উদ্যোগ ও উদ্যোক্তা বিকাশে কাজ করে যাচ্ছে। সংগঠনটি সম্প্রতি নারী উদ্যোক্তা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ সচেতনতা নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত