Ajker Patrika

ইউএস-বাংলা এয়ারলাইনসের জিডিএস অংশীদার হিসেবে কাজ করবে ট্রাভেলপোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৩: ৪৬
ইউএস-বাংলা এয়ারলাইনসের জিডিএস অংশীদার হিসেবে কাজ করবে ট্রাভেলপোর্ট

দেশের বৃহৎ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের জিডিএস অংশীদার হিসেবে কাজ করবে ট্রাভেলপোর্ট। এয়ারলাইনসটি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে প্রতিযোগিতামূলক বিশ্ব অ্যাভিয়েশন নিজেদের অবস্থানকে সুদৃঢ় করার লক্ষ্যে সর্বপ্রথম গ্লোবাল ডিসট্রিবিউশন সিস্টেম (জিডিএস) অংশীদার ট্রাভেলপোর্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। 

আজ বৃহস্পতিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাভেলপোর্ট ও ইউএস বাংলা এয়ারলাইনসের চুক্তির অংশ হিসেবে এজেন্সি গ্রাহকদের ট্রাভেলপোর্ট, ট্রাভেলপোর্টের পরবর্তী প্রজন্মের ট্রাভেল রিটেইলিং প্ল্যাটফর্মের মাধ্যমে এয়ারলাইনের নতুন ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি (এনডিসি) সামগ্রীতে অ্যাকসেস প্রদান করবে। 

ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ট্রাভেলপোর্টের সহযোগিতামূলক মনোভাব এবং টিকিট বুকিং করার সক্ষমতায় আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছি। তারা আমাদের ব্যবসার গতি-প্রকৃতি ও ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়সীমায় পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। ট্রাভেলপোর্ট সিস্টেমে এজেন্সিগুলো ইউএস-বাংলার টিকিট বুকিং প্রক্রিয়ায় নির্বিঘ্ন অ্যাকসেসের মাধ্যমে উপকৃত হবে, যা তাদের ভ্রমণকারীদের জন্য সবচেয়ে মূল্যবান, প্রাসঙ্গিক অফার প্রদান করতে সক্ষম হবে।’ 

ট্র্যাভেলপোর্টের এয়ার পার্টনার্স এশিয়া প্যাসিফিকের প্রধান স্যু কার্টার বলেন, ‘আমরা ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রথম জিডিএস অংশীদার হতে পেরে এবং এয়ারলাইনসের ভবিষ্যৎমুখী প্রবৃদ্ধির পরিকল্পনার অংশ হতে পেরে আনন্দিত। এই কৌশলগত অংশীদারত্ব গ্রাহকদের আরও আকর্ষণীয় ও কাস্টমাইজড অফার প্রদান করবে, যেমন ক্রমাগত মূল্য এবং বিভিন্ন আকর্ষণীয় অফারের সহজলভ্যতা নিশ্চিত করতে প্রস্তুত থাকবে। যেহেতু ট্রাভেলপোর্ট এশিয়া প্যাসিফিকের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে চলেছে, আমরা ইউএস-বাংলা এয়ারলাইনসের ভ্রমণকারীদের এবং ট্রাভেল এজেন্সিগুলোর জন্য অভাবনীয় মূল্য ও সেবা প্রদানের জন্যও প্রস্তুত হয়ে আছি।’ 

বাংলাদেশে ট্রাভেলপোর্টের স্বাধীন অফিশিয়াল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে এমজিএইচ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান গ্যালিলিও বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার দারাজ মাহমুদ জানান, ‘বাংলাদেশের শীর্ষস্থানীয় গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) এবং বিমানবহরের আকারের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইনসের মধ্যে এই অভূতপূর্ব অংশীদারত্ব ভ্রমণশিল্পে বিপ্লব ঘটাবে এবং এটিকে বর্তমান সময়ে সার্বিক পরিস্থিতিতে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত