Ajker Patrika

শ্রমিক কল্যাণ তহবিলে ৪ প্রতিষ্ঠান দিল ৬ কোটি ৯৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রমিক কল্যাণ তহবিলে ৪ প্রতিষ্ঠান দিল ৬ কোটি ৯৩ লাখ টাকা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে টেলিফোন কোম্পানি রবি, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং নুভিস্তা ফার্মা ৬ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ২৪১ টাকা জমা দিয়েছে। কোম্পানিগুলোর প্রতিনিধিরা আজ মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের কাছে লভ্যাংশের চেক হস্তান্তর করেন। 

রবি ২ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ৩৮০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ২ কোটি ১৬ লাখ ১৪ হাজার ১৩৭ টাকা, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ১ কোটি ৯৫ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা এবং নোভিস্তা ফার্মার কর্মকর্তারা ৫ লাখ ৪১ হাজার ৮৯৮ টাকার চেক প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন। 

শ্রম আইন অনুযায়ী কোনো কোম্পানির লাভের এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিতে হয়। এ পর্যন্ত ২১৭টি দেশি-বিদেশি ও বহুজাতিক কোম্পানি এই তহবিলে ৬০০ কোটি টাকা জমা দিয়েছে। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকেরা কর্মস্থলে মারা গেলে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে এবং তাদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য এই তহবিল থেকে অনুদান দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত