Ajker Patrika

‘বেষ্ট ব্যাংক পার্টনার ফর ইকুইপমেন্ট ট্রেড ইন সাউথ এশিয়া’র স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

অনলাইন ডেস্ক
Thumbnail image

ইমার্জিং মার্কেটে বাণিজ্য সম্প্রসারণে প্রাইম ব্যাংকের বিশেষ ভূমিকার জন্য দক্ষিণ এশিয়ায় ২০২১ সালের বেষ্ট ব্যাংক পার্টনার ফর ইকুইপমেন্ট ট্রেডের স্বীকৃতি লাভ করেছে। প্রাইম ব্যাংককে গ্লোবাল ট্রেড ফাইন্যান্স প্রোগ্রামের (জিটিএফপি) অধীনে বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এই স্বীকৃতি প্রদান করেছে। 
সম্প্রতি প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।

আইএফসির এশিয়া অ্যান্ড প্যাসিফিক অঞ্চলের রিজওনাল ইন্ডাস্ট্রি ডাইরেক্টর অ্যালেন ফরলেমু, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও রশীদ এর কাছে আনুষ্ঠানিকভাবে এ ক্রেস্ট তুলে দেন। 

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফসির কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান, চিফ ক্রেডিট অফিসার জাহিদ ইউসুফ, প্রিন্সিপাল ব্যাংকিং স্পেশালিস্ট ম্যাথিউ স্যান্ডার হোসফোর্ড, প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অফিসার এহসানুল আজিম, প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত