বিশেষ প্রতিনিধি, ঢাকা
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দাবি করেছেন, দেশে রিজার্ভ বাড়তে শুরু করেছে। দেশীয় শিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়ছে। সব মিলিয়ে অর্থনীতিও ঘুরে দাঁড়াচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক বিশেষ পর্যালোচনা সভায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মোক্তাদির, এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ গ্রুপের পরিচালক উজামা চৌধুরী প্রমুখ।
এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও দাবি করেন, ‘তিন মাসের মধ্যে সবকিছু করা সম্ভব না। তবে আমরা কাজ করে যাচ্ছি। আজ হোক, কাল হোক রাষ্ট্রক্ষমতায় রাজনৈতিক সরকার আসবে। আমরা যতটুকু সময় আছি, দেশের জন্য কাজ করে যাব।’
এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার জানিয়ে সভায় সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকার খাদ্য, জ্বালানি, সার ও কীটনাশক খাতকে অগ্রাধিকার দিচ্ছে। এসব খাতে প্রাইভেট সেক্টরের জন্য সরকারের সহযোগিতা থাকবে। আমরা প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করার চেষ্টা করছি।’
সভায় ব্যবসায়ী নেতারা বেসরকারি খাতের সার্বিক উন্নয়নে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানান। যত দ্রুত সম্ভব, ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার চালু করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তাঁরা ওষুধ, চামড়া, গার্মেন্টস ও অন্যান্য শিল্পের সঙ্গে সম্পর্কিত পণ্য আমদানিতে শুল্ক কমাতে উদ্যোগের আহ্বান জানান উপদেষ্টার কাছে।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দাবি করেছেন, দেশে রিজার্ভ বাড়তে শুরু করেছে। দেশীয় শিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়ছে। সব মিলিয়ে অর্থনীতিও ঘুরে দাঁড়াচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক বিশেষ পর্যালোচনা সভায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মোক্তাদির, এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ গ্রুপের পরিচালক উজামা চৌধুরী প্রমুখ।
এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও দাবি করেন, ‘তিন মাসের মধ্যে সবকিছু করা সম্ভব না। তবে আমরা কাজ করে যাচ্ছি। আজ হোক, কাল হোক রাষ্ট্রক্ষমতায় রাজনৈতিক সরকার আসবে। আমরা যতটুকু সময় আছি, দেশের জন্য কাজ করে যাব।’
এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার জানিয়ে সভায় সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকার খাদ্য, জ্বালানি, সার ও কীটনাশক খাতকে অগ্রাধিকার দিচ্ছে। এসব খাতে প্রাইভেট সেক্টরের জন্য সরকারের সহযোগিতা থাকবে। আমরা প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করার চেষ্টা করছি।’
সভায় ব্যবসায়ী নেতারা বেসরকারি খাতের সার্বিক উন্নয়নে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানান। যত দ্রুত সম্ভব, ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার চালু করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তাঁরা ওষুধ, চামড়া, গার্মেন্টস ও অন্যান্য শিল্পের সঙ্গে সম্পর্কিত পণ্য আমদানিতে শুল্ক কমাতে উদ্যোগের আহ্বান জানান উপদেষ্টার কাছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলার হাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় শুকনা মরিচের হাট, যেখানে সূর্য ওঠার আগেই জমে ওঠে কোটি টাকার বেচাকেনা। কোথাও চলছে মরিচ বস্তাবন্দী, কোথাও পাইকারদের হাঁকডাক আর দরদাম।
১৮ ঘণ্টা আগেপুঁজিবাজারে দীর্ঘমেয়াদি মন্দার মধ্যেই নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ। চলতি বছরের ডিসেম্বরে দেশে প্রথমবারের মতো এই কমোডিটি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে পরীক্ষামূলক লেনদেন শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
১৮ ঘণ্টা আগেজীবনবিমা গ্রাহকদের দাবির টাকা বছরের পর বছর আটকে রাখছে বেশির ভাগ কোম্পানি। সব মিলিয়ে দাবির অঙ্ক ৪ হাজার ৬ কোটি ৯৪ লাখ টাকা ছাড়িয়েছে। আর এর প্রায় ৯১ শতাংশই আটকে আছে মাত্র সাতটি কোম্পানির হাতে। এই চিত্র স্পষ্ট করে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সর্বশেষ প্রতিবেদন।
১ দিন আগেকৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তাভাবনা করছে সরকার। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
২ দিন আগে