Ajker Patrika

বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর জঁ পেম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জঁ পেম ফরাসি নাগরিক এবং প্রকৌশলীতে প্রশিক্ষিত। ছবি: বিশ্বব্যাংক
জঁ পেম ফরাসি নাগরিক এবং প্রকৌশলীতে প্রশিক্ষিত। ছবি: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের বাংলাদেশ এবং ভুটানের নতুন ডিভিশন ডিরেক্টর হয়েছেন জঁ পেম। আজ সোমবার থেকে কার্যক্রম শুরু করেছেন তিনি। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংকের এই নতুন দায়িত্বে যোগদানের পর পেম বলেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রা বিশ্বকে এক নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে শেখায়। দেশটি বারবার আন্তর্জাতিক মহলকে বিস্মিত করেছে উন্নয়ন উদ্ভাবনা, দৃঢ় সংকল্প এবং চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতায়। আমি বাংলাদেশের জনগণ এবং সরকারকে সহায়তা করতে অপেক্ষা করছি, যাতে দেশটি তার আর্থিক এবং সামাজিক উন্নয়ন আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলকভাবে এগিয়ে নিতে পারে।

পেম ফরাসি নাগরিক এবং প্রকৌশলীতে প্রশিক্ষিত। তিনি ২০০৩ সালে বিশ্বব্যাংকে যোগদান করেন এবং তারপর থেকে সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ, তিনি বিশ্বব্যাংকের গ্লোবাল ডিরেক্টর, ফাইন্যান্স হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি আর্থিক স্থিতিশীলতা এবং টেকসই অর্থনৈতিক ব্যবস্থার জন্য কাজ করেন।

বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য তার দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাসের অংশ হিসেবে পেম বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সহযোগিতা শক্তিশালী। এবং ভবিষ্যতে আমরা একীভূত বিশ্বব্যাংক গ্রুপের সমস্ত শক্তি ব্যবহার করব, বিশেষত আইএফসি এবং এমআইজিএর মাধ্যমে বেসরকারি খাতের প্রবৃদ্ধি এবং বিনিয়োগ বৃদ্ধি করতে। এতে গুণগত মানসম্পন্ন চাকরি সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতি আরও সুদৃঢ় হবে।’

বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই অন্যতম প্রথম আন্তর্জাতিক সহযোগী হিসেবে কাজ শুরু করে বিশ্বব্যাংক। এখন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে ৪৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বিশ্বব্যাংক। বর্তমানে, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় আইডিএ প্রোগ্রাম নিয়ে কাজ করছে, যার চলমান অঙ্গীকার ১ কোটি ৫৪ লাখ ডলার।

পেম তাঁর নতুন দায়িত্বে বাংলাদেশ এবং ভুটানের উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন, দেশের অগ্রাধিকার এবং জাতীয় লক্ষ্য অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত