জয়নাল আবেদীন খান, ঢাকা
টানা চাপের পর একটু স্বস্তির নিশ্বাস ফিরেছে দেশের পণ্যবাজারে। ডলার সংকট যখন অর্থনীতির সব খাতে টানাপোড়েন তৈরি করেছিল, তখন বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক নীতিগত পদক্ষেপ আর বৈদেশিক আয়ের ঊর্ধ্বমুখী ধারার কল্যাণে সেই সংকটের গ্রাফ এখন অনেকটাই পড়তির দিকে। এরই ফল হিসেবে পণ্য আমদানির গতি বাড়ছে, এলসি খোলার হার ছুঁয়েছে নতুন মাত্রা আর বাজারে ফিরে এসেছে সরবরাহের স্থিতি।
বিশেষ করে ভোগ্যপণ্যের ক্ষেত্রে সরবরাহ বেড়েছে চোখে পড়ার মতো, যার প্রভাব পড়েছে দামেও। এবার রমজানেও তার প্রমাণ মিলেছে। অর্থাৎ সরবরাহ বাড়ায় দেশে একটা স্বস্তিকর রমজান পার হয়েছে বহুদিন পর। ব্যবসায়ীদের ভাষায়, একসময় যেসব পণ্য জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছিল, এখন সেগুলোতে বাজার ভরপুর, নেই কোনো ঘাটতির ছোঁয়া।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরের ফেব্রুয়ারিতে আমদানির জন্য ৬ দশমিক ২৬ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে—যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। একই সময়ে নিষ্পত্তিও বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে, যা আগের বছরের চেয়ে ২০ দশমিক ৫৯ শতাংশ বেশি। এই গতি শুধু একটি মাসেই সীমাবদ্ধ নয়, বরং বছরের শুরু থেকেই এর ছাপ স্পষ্ট। প্রথম দুই মাসেই আমদানি এলসি ছুঁয়েছে ১২ বিলিয়ন ডলার।
এই প্রবৃদ্ধি সবচেয়ে বেশি দেখা গেছে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের ক্ষেত্রে। জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে ভোগ্যপণ্যের জন্য খোলা এলসির পরিমাণ ৪৭১ কোটি ৮৮ লাখ ডলার—যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৪৫ শতাংশ বেশি।
চাল আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রইসের কর্ণধার ইলিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ডলার সংকটে শুধু বিলাসী পণ্য নয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যেও বড় বাধা তৈরি হয়েছিল। এখন পরিস্থিতি অনেক বদলেছে। ডলারের দর কিছুটা কমেছে, সরবরাহও আগের চেয়ে অনেক বেশি। এতে আগের চেয়ে একই ডলারে বেশি পণ্য আনা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাজারেও সরবরাহ বেড়েছে, দাম নিয়ন্ত্রণে রয়েছে।’
এ রকম একটি চক্রাকার ইতিবাচক গতিধারা তৈরি হয়েছে, যেখানে ডলারপ্রবাহ বাড়ায় এলসি খোলা বাড়ছে, আমদানি বাড়ছে, বাজারে পণ্যের জোগান বাড়ছে, ফলে মূল্যস্ফীতি কমছে—অবশেষে ভোক্তাদের কাঁধে চাপ কিছুটা কমছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ডলারের জোগান স্থিতিশীল করতে নির্দিষ্ট কিছু নীতি গ্রহণ করেছি। এখন সেই ফল পাওয়া যাচ্ছে। পণ্যের আমদানি ও নিষ্পত্তি বাড়ায় সরবরাহে স্বস্তি এসেছে। এই ধারা বজায় থাকলে মূল্যস্ফীতিও আর তেমন চাপ তৈরি করবে না।’
এমন পরিস্থিতির পেছনে রয়েছে আরও কিছু কাঠামোগত কারণ। এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান জানান, ‘রপ্তানি আয় ও রেমিট্যান্স বৃদ্ধির ফলে রিজার্ভের ওপর চাপ কিছুটা প্রশমিত হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক অনিশ্চয়তা হ্রাস পাওয়ায় ব্যবসা-বাণিজ্যে গতি ফিরেছে। আমদানির শর্তগুলো শিথিল হওয়ায় উদ্যোক্তারা এখন আগের চেয়ে বেশি সক্রিয়। এরই প্রভাব পড়েছে বাজারে।’
ট্যারিফ কমিশনের তথ্য বলছে, চলতি বছর রোজার বাজার ঘিরে যেসব পণ্যের চাহিদা বেশি ছিল—তার অনেকগুলোর আমদানিতে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। যেমন—এ বছর খোলা খেজুরের এলসি ৮৬ হাজার টন, যেখানে গত বছর ছিল মাত্র ৪৮ হাজার টন। ছোলা ও মসুর ডালের ক্ষেত্রেও বৃদ্ধি যথাক্রমে ৬০ ও ২১ শতাংশ। অপরিশোধিত চিনির আমদানি কিছুটা স্থির থাকলেও মোট পরিমাণে তা ৮ লাখ টন ছাড়িয়েছে।
ট্যারিফ কমিশনের উপপ্রধান মাহমুদুল হাসান বললেন, ‘এবার শুল্কছাড় ও এলসি কার্যক্রম সহজ হওয়ায় পণ্য সরবরাহে বড় কোনো সংকট দেখা যায়নি। বরং এখন যে গতি আছে, তা সামনের দিনগুলোতে আরও উন্নত হবে বলে আশা করা যায়।’
বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দাম নিয়ন্ত্রণে থাকলে এবং বৈদেশিক আয়ের প্রবাহ জোরালো থাকলে এমন গতি শুধু ভোগ্যপণ্যে সীমাবদ্ধ থাকবে না—ব্যাপকভাবে সামগ্রিক অর্থনীতিতে এটি নতুন আশার বার্তা হয়ে উঠতে পারে।
টানা চাপের পর একটু স্বস্তির নিশ্বাস ফিরেছে দেশের পণ্যবাজারে। ডলার সংকট যখন অর্থনীতির সব খাতে টানাপোড়েন তৈরি করেছিল, তখন বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক নীতিগত পদক্ষেপ আর বৈদেশিক আয়ের ঊর্ধ্বমুখী ধারার কল্যাণে সেই সংকটের গ্রাফ এখন অনেকটাই পড়তির দিকে। এরই ফল হিসেবে পণ্য আমদানির গতি বাড়ছে, এলসি খোলার হার ছুঁয়েছে নতুন মাত্রা আর বাজারে ফিরে এসেছে সরবরাহের স্থিতি।
বিশেষ করে ভোগ্যপণ্যের ক্ষেত্রে সরবরাহ বেড়েছে চোখে পড়ার মতো, যার প্রভাব পড়েছে দামেও। এবার রমজানেও তার প্রমাণ মিলেছে। অর্থাৎ সরবরাহ বাড়ায় দেশে একটা স্বস্তিকর রমজান পার হয়েছে বহুদিন পর। ব্যবসায়ীদের ভাষায়, একসময় যেসব পণ্য জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছিল, এখন সেগুলোতে বাজার ভরপুর, নেই কোনো ঘাটতির ছোঁয়া।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরের ফেব্রুয়ারিতে আমদানির জন্য ৬ দশমিক ২৬ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে—যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। একই সময়ে নিষ্পত্তিও বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে, যা আগের বছরের চেয়ে ২০ দশমিক ৫৯ শতাংশ বেশি। এই গতি শুধু একটি মাসেই সীমাবদ্ধ নয়, বরং বছরের শুরু থেকেই এর ছাপ স্পষ্ট। প্রথম দুই মাসেই আমদানি এলসি ছুঁয়েছে ১২ বিলিয়ন ডলার।
এই প্রবৃদ্ধি সবচেয়ে বেশি দেখা গেছে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের ক্ষেত্রে। জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে ভোগ্যপণ্যের জন্য খোলা এলসির পরিমাণ ৪৭১ কোটি ৮৮ লাখ ডলার—যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৪৫ শতাংশ বেশি।
চাল আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রইসের কর্ণধার ইলিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ডলার সংকটে শুধু বিলাসী পণ্য নয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যেও বড় বাধা তৈরি হয়েছিল। এখন পরিস্থিতি অনেক বদলেছে। ডলারের দর কিছুটা কমেছে, সরবরাহও আগের চেয়ে অনেক বেশি। এতে আগের চেয়ে একই ডলারে বেশি পণ্য আনা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাজারেও সরবরাহ বেড়েছে, দাম নিয়ন্ত্রণে রয়েছে।’
এ রকম একটি চক্রাকার ইতিবাচক গতিধারা তৈরি হয়েছে, যেখানে ডলারপ্রবাহ বাড়ায় এলসি খোলা বাড়ছে, আমদানি বাড়ছে, বাজারে পণ্যের জোগান বাড়ছে, ফলে মূল্যস্ফীতি কমছে—অবশেষে ভোক্তাদের কাঁধে চাপ কিছুটা কমছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ডলারের জোগান স্থিতিশীল করতে নির্দিষ্ট কিছু নীতি গ্রহণ করেছি। এখন সেই ফল পাওয়া যাচ্ছে। পণ্যের আমদানি ও নিষ্পত্তি বাড়ায় সরবরাহে স্বস্তি এসেছে। এই ধারা বজায় থাকলে মূল্যস্ফীতিও আর তেমন চাপ তৈরি করবে না।’
এমন পরিস্থিতির পেছনে রয়েছে আরও কিছু কাঠামোগত কারণ। এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান জানান, ‘রপ্তানি আয় ও রেমিট্যান্স বৃদ্ধির ফলে রিজার্ভের ওপর চাপ কিছুটা প্রশমিত হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক অনিশ্চয়তা হ্রাস পাওয়ায় ব্যবসা-বাণিজ্যে গতি ফিরেছে। আমদানির শর্তগুলো শিথিল হওয়ায় উদ্যোক্তারা এখন আগের চেয়ে বেশি সক্রিয়। এরই প্রভাব পড়েছে বাজারে।’
ট্যারিফ কমিশনের তথ্য বলছে, চলতি বছর রোজার বাজার ঘিরে যেসব পণ্যের চাহিদা বেশি ছিল—তার অনেকগুলোর আমদানিতে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। যেমন—এ বছর খোলা খেজুরের এলসি ৮৬ হাজার টন, যেখানে গত বছর ছিল মাত্র ৪৮ হাজার টন। ছোলা ও মসুর ডালের ক্ষেত্রেও বৃদ্ধি যথাক্রমে ৬০ ও ২১ শতাংশ। অপরিশোধিত চিনির আমদানি কিছুটা স্থির থাকলেও মোট পরিমাণে তা ৮ লাখ টন ছাড়িয়েছে।
ট্যারিফ কমিশনের উপপ্রধান মাহমুদুল হাসান বললেন, ‘এবার শুল্কছাড় ও এলসি কার্যক্রম সহজ হওয়ায় পণ্য সরবরাহে বড় কোনো সংকট দেখা যায়নি। বরং এখন যে গতি আছে, তা সামনের দিনগুলোতে আরও উন্নত হবে বলে আশা করা যায়।’
বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দাম নিয়ন্ত্রণে থাকলে এবং বৈদেশিক আয়ের প্রবাহ জোরালো থাকলে এমন গতি শুধু ভোগ্যপণ্যে সীমাবদ্ধ থাকবে না—ব্যাপকভাবে সামগ্রিক অর্থনীতিতে এটি নতুন আশার বার্তা হয়ে উঠতে পারে।
দেশের প্রশিক্ষিত রন্ধনশিল্পীরা (শেফ) এখন থেকে পাবেন আন্তর্জাতিক মানের সনদ। রাজধানীর গুলশানের এক হোটেলে গতকাল শনিবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউট (আইসিআই) ও যুক্তরাজ্যের ওয়ার্ল্ড মাস্টার শেফসের (ডব্লিউএমসি) মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
২১ মিনিট আগেগত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক দরপতন হয়েছে। সপ্তাহজুড়ে মূল্যবৃদ্ধির তুলনায় দরপতন হয়েছে প্রায় ছয় গুণ বেশি। এমন ঢালাও পতনে সূচকের পাশাপাশি বাজার মূলধন কমেছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণও।
৬ ঘণ্টা আগেদেশে ইলিশ উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে বাজারে দাম সাধারণের নাগালের মধ্যে রাখার লক্ষ্য নিয়েই সরকার ২০১৯-২০ অর্থবছরে হাতে নেয় ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্প। তখন দেশে ইলিশের বার্ষিক উৎপাদন ছিল প্রায় ৫ লাখ ৫০ হাজার টন।
৬ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় কাস্টমসের ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) রাতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ কমিটি গঠন করা হয়।
১০ ঘণ্টা আগে