অনলাইন ডেস্ক
ট্যালি এমএসএমই সম্মাননা পেয়েছেন ২৫ উদ্যোক্তা। বাংলাদেশে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) ইকোসিস্টেমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।
সফটওয়্যার সরবরাহকারী ট্যালি সলিউশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘ট্যালি এমএসএমই সম্মাননা-২০২৪’ দেওয়া হয়েছে বলে গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো এই সম্মাননা দেওয়া হলো। সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তাদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএবির সাবেক সভাপতি পারভীন মাহমুদ, এভিন্স গ্রুপের পরিচালক শাহ রায়েদ চৌধুরী, রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, গাজী ট্যাংকসের নির্বাহী পরিচালক আনন্দ চন্দ্র নাহা, বিওয়াইডির ডিজিএম ও হেড অব মার্কেটিং ইমতিয়াজ নওশের এবং রানার অটোমোবাইলসের সিএফও সানাত দত্ত।
অনুষ্ঠানে ট্যালি সলিউশনস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সালাহউদ্দিন সানজি বলেন, ‘এমএসএমই সম্মাননা তৃণমূল পর্যায়ে এমএসএমইর বৈচিত্র্য এবং ইতিবাচক প্রভাবকে তুলে ধরে। প্ল্যাটফর্মটি তাদের প্রতিশ্রুতি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টাকে সম্মানিত করার একটি উদ্যোগ, যা সত্যিই উদীয়মান উদ্যোক্তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।’
এ বছর ওয়ান্ডার ওম্যান বিভাগে সম্মাননা পেয়েছেন আফরোজা সুলতানা, কানিজ ফাতেমা, সাবিনা ইয়েসমিন, আতিকা রহমান ও নাজনীন কামাল সুপ্তি। বিজনেস মায়েস্ত্রো বিভাগের বিজয়ীরা হলেন আবুল কালাম হাসান, ইব্রাহিম হোসেন, আবদুল খালেক, ওমর ফারুক ও মনজুর সাজ্জাদ।
টেক ট্রান্সফরমার্স বিভাগের বিজয়ীরা হলেন মো. আবদুল মান্নান, পরিতোষ কুমার মালো, বাবুল চন্দ্র বর্মন, প্ল্যানটেন অ্যাগ্রো লিমিটেড এবং ড. খালেদা আদিব। চ্যাম্পিয়ন অব কজ বিভাগের সম্মাননাপ্রাপ্তরা হলেন ওয়াহিদা খানম, ড. মো. শহিদুজ্জামান, ঝুমোনা মল্লিক, সমীরন দত্ত এবং তসলিমা ফেরদৌসী মিলি। নিউজেন আইকন বিভাগের বিজয়ীরা হলেন রেদোয়ান ফেরদৌস, মো. আবদুর রশিদ সোহাগ, ফারহান তানভির, নুরুল হাসান ও আফিফ জামান।
ট্যালি এমএসএমই সম্মাননা পেয়েছেন ২৫ উদ্যোক্তা। বাংলাদেশে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) ইকোসিস্টেমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।
সফটওয়্যার সরবরাহকারী ট্যালি সলিউশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘ট্যালি এমএসএমই সম্মাননা-২০২৪’ দেওয়া হয়েছে বলে গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো এই সম্মাননা দেওয়া হলো। সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তাদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএবির সাবেক সভাপতি পারভীন মাহমুদ, এভিন্স গ্রুপের পরিচালক শাহ রায়েদ চৌধুরী, রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, গাজী ট্যাংকসের নির্বাহী পরিচালক আনন্দ চন্দ্র নাহা, বিওয়াইডির ডিজিএম ও হেড অব মার্কেটিং ইমতিয়াজ নওশের এবং রানার অটোমোবাইলসের সিএফও সানাত দত্ত।
অনুষ্ঠানে ট্যালি সলিউশনস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সালাহউদ্দিন সানজি বলেন, ‘এমএসএমই সম্মাননা তৃণমূল পর্যায়ে এমএসএমইর বৈচিত্র্য এবং ইতিবাচক প্রভাবকে তুলে ধরে। প্ল্যাটফর্মটি তাদের প্রতিশ্রুতি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টাকে সম্মানিত করার একটি উদ্যোগ, যা সত্যিই উদীয়মান উদ্যোক্তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।’
এ বছর ওয়ান্ডার ওম্যান বিভাগে সম্মাননা পেয়েছেন আফরোজা সুলতানা, কানিজ ফাতেমা, সাবিনা ইয়েসমিন, আতিকা রহমান ও নাজনীন কামাল সুপ্তি। বিজনেস মায়েস্ত্রো বিভাগের বিজয়ীরা হলেন আবুল কালাম হাসান, ইব্রাহিম হোসেন, আবদুল খালেক, ওমর ফারুক ও মনজুর সাজ্জাদ।
টেক ট্রান্সফরমার্স বিভাগের বিজয়ীরা হলেন মো. আবদুল মান্নান, পরিতোষ কুমার মালো, বাবুল চন্দ্র বর্মন, প্ল্যানটেন অ্যাগ্রো লিমিটেড এবং ড. খালেদা আদিব। চ্যাম্পিয়ন অব কজ বিভাগের সম্মাননাপ্রাপ্তরা হলেন ওয়াহিদা খানম, ড. মো. শহিদুজ্জামান, ঝুমোনা মল্লিক, সমীরন দত্ত এবং তসলিমা ফেরদৌসী মিলি। নিউজেন আইকন বিভাগের বিজয়ীরা হলেন রেদোয়ান ফেরদৌস, মো. আবদুর রশিদ সোহাগ, ফারহান তানভির, নুরুল হাসান ও আফিফ জামান।
২০১৩ সালে ব্যাক টু ব্যাক এলসি খুলেছিল মার্কেন্টাইল ব্যাংক। গ্রাহক এমা সিনটেক্স লিমিটেড ফ্যাব্রিকস পাঠায়, আমদানিকারক মিমময় ফ্যাশন বুঝে নেয়। এরপর ব্যাংকে বিল দাখিল হয়, সুইফট বার্তাও যায়। তারপর হঠাৎ সব থেমে যায়—বিল বাতিল।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামভিত্তিক শিল্পগ্রুপ ইউনিটেক্স। ১৯৮০ সালে ব্যবসা শুরু করেন গ্রুপটির কর্ণধার মো. হানিফ চৌধুরী। প্রথমে তৈরি পোশাক, পরে টেক্সটাইল, স্পিনিং, গ্যাস, সিনথেটিক খাতে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে গড়ে তোলা হয় ইউনিটেক্স গ্রুপ।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) এবং দেশের সর্ববৃহৎ অ্যাঞ্জেল ইনভেস্টিং প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্ক’ (ব্যান) আজ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
১৬ ঘণ্টা আগে২০২৫ সালের প্রথম তিন মাসে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ৫ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে। রেকর্ড পরিমাণ এই ডিপোজিট প্রবৃদ্ধি আমানত সংগ্রহে ব্যাংকটির টেকসইতার প্রতিফলন।
১৭ ঘণ্টা আগে