Ajker Patrika

শনিবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখা বন্ধ থাকবে যেসব এলাকায়

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৬: ২৭
শনিবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখা বন্ধ থাকবে যেসব এলাকায়

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পাশাপাশি ৬ পৌরসভা ও ৩২টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন উপলক্ষে আগামীকাল শনিবার (৯ মার্চ) সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের দিনে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। সাধারণ ছুটি উপলক্ষে নির্বাচনের দিন এসব এলাকায় সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে।
 
আগামীকাল ময়মনসিংহ সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন, তিনটি পৌরসভার (পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনসহ তিনটি পৌরসভার (ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ পৌরসভা এবং বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভা) মেয়রের শূন্য পদের উপনির্বাচনের পাশাপাশি ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ১৯টি ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের সব ব্যবসাকেন্দ্র, শাখা বা বুথ বন্ধ থাকবে।

এ-সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত