কোয়ার্টার ফাইনালে জেতে হলে কানাডা নারী ফুটবল দলের জয়ের কোনো বিকল্পই ছিল না। কারণ প্যারিস অলিম্পিকে ড্রোন কাণ্ডে গুপ্তচরবৃত্তির দায়ে ফিফা আগে থেকেই ৬ পয়েন্ট কেটে নেয় তাদের থেকে। ৬ পয়েন্টের ঘাটতি নিয়ে কানাডা গত রাতে কলম্বিয়াকে হারিয়ে নারী অলিম্পিকের শেষ আটে উঠেছে কানাডা।
৬ পয়েন্ট কেটে নেওয়ায় ফিফার বিরুদ্ধে আপিলও করেছিল কানাডা। তাতে অবশ্য উপকার হয়নি কানাডা নারী ফুটবল দলের। প্রথম দুই ম্যাচ জয়ের পরও তাদের পয়েন্ট থাকে শূন্য। ‘শূন্য হস্তেই’ নিস স্টেডিয়ামে কানাডা নারী ফুটবল দল গত রাতে খেলতে নামে কলম্বিয়ার বিপক্ষে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ের পর ৬১ মিনিটে গোলের দেখা পায় কানাডা।জেসি ফ্লেমিংয়ের ফ্রি কিক থেকে গোলটি করেন কানাডার ডিফেন্ডার ভ্যানেসা জাইলস। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কানাডা। জার্মানির বিপক্ষে পরশু শেষ আটে মুখোমুখি হবে কানাডা।
কানাডা নারী ফুটবল দল ৩ পয়েন্ট পেলেও ৩ ম্যাচের ৩টিতেই জিতেছে। নিউজিল্যান্ড, ফ্রান্স দুই দলের বিপক্ষেই ২-১ ব্যবধানে জিতেছে কানাডা। ৬ পয়েন্ট ঘাটতি থাকায় ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল কানাডা। ফ্রান্স ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আট নিশ্চিত করেছে। ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় মূলত বাদ পড়েছে কলম্বিয়া। কানাডা ও কলম্বিয়ার গোল ব্যবধান +৩ ও ০। অপর দল নিউজিল্যান্ড ৩ ম্যাচের তিনটিতেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।
কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটি প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এর পরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। এমন ঘটনার পরপরই চাকরিচ্যুত হয়েছেন কানাডা নারী ফুটবল দলের কোচ বেভ প্রিস্টম্যান। ফিফার থেকে এক বছরের নিষেধাজ্ঞাও তিনি পেয়েছেন। একই সঙ্গে ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা।
আরও পড়ুন:
কোয়ার্টার ফাইনালে জেতে হলে কানাডা নারী ফুটবল দলের জয়ের কোনো বিকল্পই ছিল না। কারণ প্যারিস অলিম্পিকে ড্রোন কাণ্ডে গুপ্তচরবৃত্তির দায়ে ফিফা আগে থেকেই ৬ পয়েন্ট কেটে নেয় তাদের থেকে। ৬ পয়েন্টের ঘাটতি নিয়ে কানাডা গত রাতে কলম্বিয়াকে হারিয়ে নারী অলিম্পিকের শেষ আটে উঠেছে কানাডা।
৬ পয়েন্ট কেটে নেওয়ায় ফিফার বিরুদ্ধে আপিলও করেছিল কানাডা। তাতে অবশ্য উপকার হয়নি কানাডা নারী ফুটবল দলের। প্রথম দুই ম্যাচ জয়ের পরও তাদের পয়েন্ট থাকে শূন্য। ‘শূন্য হস্তেই’ নিস স্টেডিয়ামে কানাডা নারী ফুটবল দল গত রাতে খেলতে নামে কলম্বিয়ার বিপক্ষে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ের পর ৬১ মিনিটে গোলের দেখা পায় কানাডা।জেসি ফ্লেমিংয়ের ফ্রি কিক থেকে গোলটি করেন কানাডার ডিফেন্ডার ভ্যানেসা জাইলস। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কানাডা। জার্মানির বিপক্ষে পরশু শেষ আটে মুখোমুখি হবে কানাডা।
কানাডা নারী ফুটবল দল ৩ পয়েন্ট পেলেও ৩ ম্যাচের ৩টিতেই জিতেছে। নিউজিল্যান্ড, ফ্রান্স দুই দলের বিপক্ষেই ২-১ ব্যবধানে জিতেছে কানাডা। ৬ পয়েন্ট ঘাটতি থাকায় ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল কানাডা। ফ্রান্স ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আট নিশ্চিত করেছে। ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় মূলত বাদ পড়েছে কলম্বিয়া। কানাডা ও কলম্বিয়ার গোল ব্যবধান +৩ ও ০। অপর দল নিউজিল্যান্ড ৩ ম্যাচের তিনটিতেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।
কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটি প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এর পরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। এমন ঘটনার পরপরই চাকরিচ্যুত হয়েছেন কানাডা নারী ফুটবল দলের কোচ বেভ প্রিস্টম্যান। ফিফার থেকে এক বছরের নিষেধাজ্ঞাও তিনি পেয়েছেন। একই সঙ্গে ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা।
আরও পড়ুন:
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন সুমিত পোদ্দার। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩১ মিনিট আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ প্রকল্প অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ
৩ ঘণ্টা আগেদেশের আমদানি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অসংগতিপূর্ণ বা ত্রুটিপূর্ণ আমদানি বিলের বিপরীতে নির্ধারিত পণ্যের বিল পরিশোধ করতে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর ত্রুটিপূর্ণ আমদানি বিল গ্রহণে সংশ্লিষ্ট আমদানি পণ্যে কোনোরূপ পরিবর্তন করার সুযোগ থাকবে না। আর অসংগতি
৩ ঘণ্টা আগেমাত্র ১ মাস ১৯ দিনে ৫০০ কোটি ডলার বা ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত মার্চ মাসে তাঁরা ৩২৯ কোটি ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। আর চলতি মাস এপ্রিলের প্রথম ১৯ দিনেই এসেছে ১৭১ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)
৪ ঘণ্টা আগে