Ajker Patrika

বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান হেলাল আহমেদ

অনলাইন ডেস্ক
হেলাল আহমেদ চৌধুরী । ছবি: সংগৃহীত
হেলাল আহমেদ চৌধুরী । ছবি: সংগৃহীত

বেসিক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হেলাল আহমেদ চৌধুরী। চুক্তিভিত্তিক নিয়োগের শর্ত অনুযায়ী আগামী ৩ বছর তিনি চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসের সই করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ সোমবার অর্থ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, হেলাল আহমেদ চৌধুরীকে তার যোগদানের তারিখ থেকে ৩ বছর মেয়াদে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সময় তিনি আর্থিক প্রতিষ্ঠান বা বীমা প্রতিষ্ঠানের পরিচালক থাকলে তা থেকে পদত্যাগের শর্তে নিয়োগ দিয়েছে সরকার।

গত ৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে বেসিক ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসেমকে অপসারণ করেছে সরকার। ২০২৩ সালের ১৫ নভেম্বর বেসিক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ড. আবুল হাসেম। তিনি ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর প্রথম বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত