নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, কর দেওয়ার প্রক্রিয়া যত সহজ হবে, জনগণ ততই কর দিতে উৎসাহ পাবেন। কর ফাঁকির প্রবণতাও কমে আসবে। তিনি বলেন, কর প্রক্রিয়া অটোমেশনের জন্য এনবিআর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ট্যাক্স গাইড ২০২১-২২ এর মোড়ক উন্মোচনকালে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান, ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন, সহসভাপতি মনোয়ারা হোসেন এবং এনবিআর সদস্যরা উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, কর হার কমানো, সেবার মান উন্নয়ন, কর প্রক্রিয়া অটোমেশন এবং কর প্রক্রিয়া সহজ করার জন্য এনবিআর কার্যক্রম চালাচ্ছে। এসব কার্যক্রমের সুফল দেশের ব্যবসায়ীরাসহ সাধারণ জনগণ ভোগ করবে।
তিনি বলেন, আগামী ২০ বছরের প্রয়োজনের নিরিখে এনবিআরে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে একটি কাঠামো প্রণয়নের জন্য কাজ করছে।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে ডিসিসিআই প্রতিবছরই তাদের সুচিন্তিত প্রস্তাবনা পেশ করে। এ ছাড়া দেশের সার্বিক রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নে সংশ্লিষ্ট অংশীজন এবং এনবিআরের প্রতিনিধির সমন্বয়ে ‘টেকনিক্যাল, ‘গবেষণা’ এবং ‘বিজনেস প্রসেস’ প্রভৃতি খাত ভিত্তিক ওয়ার্কিং কমিটি গঠন করে মতামত নেওয়া হয়।
এ সময় স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, সাধারণ জনগণের পাশাপাশি ব্যবসায়ীদের কর দিতে উৎসাহিত করতে বিদ্যমান কর নীতিমালা সহজ করা প্রয়োজন। তিনি বলেন, দেশে একটি করবান্ধব পরিবেশ তৈরিতে এনবিআরের সঙ্গে ঢাকা চেম্বার একযোগে কাজ করছে। শতবর্ষ পুরনো ‘আয়কর আইন’ সংশোধন ও যুগোপযোগী করার লক্ষ্যে এনবিআর কাজ করছে। আশা করছি সকলের মতামতের ভিত্তিতে আইনটি চূড়ান্ত হবে।
তিনি আরও বলেন, দেশের মোট জিডিপির প্রায় ৮০ শতাংশ বেসরকারি খাত থেকে আসে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এ খাতের ভূমিকা সুদৃঢ় করার জন্য ব্যবসা সহায়ক নীতিমালার বিকল্প নেই। দেশীয় বিনিয়োগের সম্প্রসারণের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্রুত কর কাঠামো যুগোপযোগী করার বিকল্প নেই।
উল্লেখ্য, ডিসিসিআই প্রতিবছর ব্যবসায়ী সম্প্রদায় ও ব্যক্তি পর্যায়ে কর প্রদানকে উৎসাহিত করতে জাতীয় বাজেট প্রণয়নের পরপরই ট্যাক্স গাইড প্রকাশ করে থাকে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, কর দেওয়ার প্রক্রিয়া যত সহজ হবে, জনগণ ততই কর দিতে উৎসাহ পাবেন। কর ফাঁকির প্রবণতাও কমে আসবে। তিনি বলেন, কর প্রক্রিয়া অটোমেশনের জন্য এনবিআর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ট্যাক্স গাইড ২০২১-২২ এর মোড়ক উন্মোচনকালে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান, ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন, সহসভাপতি মনোয়ারা হোসেন এবং এনবিআর সদস্যরা উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, কর হার কমানো, সেবার মান উন্নয়ন, কর প্রক্রিয়া অটোমেশন এবং কর প্রক্রিয়া সহজ করার জন্য এনবিআর কার্যক্রম চালাচ্ছে। এসব কার্যক্রমের সুফল দেশের ব্যবসায়ীরাসহ সাধারণ জনগণ ভোগ করবে।
তিনি বলেন, আগামী ২০ বছরের প্রয়োজনের নিরিখে এনবিআরে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে একটি কাঠামো প্রণয়নের জন্য কাজ করছে।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে ডিসিসিআই প্রতিবছরই তাদের সুচিন্তিত প্রস্তাবনা পেশ করে। এ ছাড়া দেশের সার্বিক রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নে সংশ্লিষ্ট অংশীজন এবং এনবিআরের প্রতিনিধির সমন্বয়ে ‘টেকনিক্যাল, ‘গবেষণা’ এবং ‘বিজনেস প্রসেস’ প্রভৃতি খাত ভিত্তিক ওয়ার্কিং কমিটি গঠন করে মতামত নেওয়া হয়।
এ সময় স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, সাধারণ জনগণের পাশাপাশি ব্যবসায়ীদের কর দিতে উৎসাহিত করতে বিদ্যমান কর নীতিমালা সহজ করা প্রয়োজন। তিনি বলেন, দেশে একটি করবান্ধব পরিবেশ তৈরিতে এনবিআরের সঙ্গে ঢাকা চেম্বার একযোগে কাজ করছে। শতবর্ষ পুরনো ‘আয়কর আইন’ সংশোধন ও যুগোপযোগী করার লক্ষ্যে এনবিআর কাজ করছে। আশা করছি সকলের মতামতের ভিত্তিতে আইনটি চূড়ান্ত হবে।
তিনি আরও বলেন, দেশের মোট জিডিপির প্রায় ৮০ শতাংশ বেসরকারি খাত থেকে আসে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এ খাতের ভূমিকা সুদৃঢ় করার জন্য ব্যবসা সহায়ক নীতিমালার বিকল্প নেই। দেশীয় বিনিয়োগের সম্প্রসারণের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্রুত কর কাঠামো যুগোপযোগী করার বিকল্প নেই।
উল্লেখ্য, ডিসিসিআই প্রতিবছর ব্যবসায়ী সম্প্রদায় ও ব্যক্তি পর্যায়ে কর প্রদানকে উৎসাহিত করতে জাতীয় বাজেট প্রণয়নের পরপরই ট্যাক্স গাইড প্রকাশ করে থাকে।
ব্যাংকে গচ্ছিত স্থায়ী আমানতের (এফডিআর) বিপরীতে দেওয়া ঋণকে শতভাগ ঝুঁকিমুক্ত মনে করা হয়। কারণ ঋণের বিপরীতে লিয়েন করে রাখা এফডিআর চাহিবামাত্র (ঋণদাতা ব্যাংক) নগদায়ন করতে বাধ্য এফডিআর ইস্যু করা ব্যাংক। কিন্তু সেই শতভাগ ঝুঁকিমুক্ত ঋণ দিয়েও এখন ঝুঁকিতে পড়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক।
৪ ঘণ্টা আগেদেশের পুঁজিবাজারের উন্নয়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে একত্রে কাজ করতে হবে। অর্থনীতির উন্নয়নে পুঁজিবাজারকে এগিয়ে নিতে হবে। রমজান আমাদের সংযমের যে শিক্ষা দিচ্ছে, তা ব্যক্তি জীবনে কাজে লাগাতে হবে...
১১ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেড ইন আমেরিকা’ উদ্যোগ যুক্তরাষ্ট্রের কিছু পোশাক খুচরা বিক্রেতাকে টি-শার্ট থেকে শুরু করে কোট-স্যুট পর্যন্ত দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য উৎসাহিত করছে। মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৮ ঘণ্টা আগেজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে তথ্যপ্রযুক্তি খাতের জন্য ২০৩১ সাল পর্যন্ত কর অব্যাহতি চেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়িক সংগঠন করহার কমানোসহ নীতিসহায়তা চেয়ে দাবি জানিয়েছে।
১ দিন আগে