নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, কর দেওয়ার প্রক্রিয়া যত সহজ হবে, জনগণ ততই কর দিতে উৎসাহ পাবেন। কর ফাঁকির প্রবণতাও কমে আসবে। তিনি বলেন, কর প্রক্রিয়া অটোমেশনের জন্য এনবিআর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ট্যাক্স গাইড ২০২১-২২ এর মোড়ক উন্মোচনকালে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান, ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন, সহসভাপতি মনোয়ারা হোসেন এবং এনবিআর সদস্যরা উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, কর হার কমানো, সেবার মান উন্নয়ন, কর প্রক্রিয়া অটোমেশন এবং কর প্রক্রিয়া সহজ করার জন্য এনবিআর কার্যক্রম চালাচ্ছে। এসব কার্যক্রমের সুফল দেশের ব্যবসায়ীরাসহ সাধারণ জনগণ ভোগ করবে।
তিনি বলেন, আগামী ২০ বছরের প্রয়োজনের নিরিখে এনবিআরে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে একটি কাঠামো প্রণয়নের জন্য কাজ করছে।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে ডিসিসিআই প্রতিবছরই তাদের সুচিন্তিত প্রস্তাবনা পেশ করে। এ ছাড়া দেশের সার্বিক রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নে সংশ্লিষ্ট অংশীজন এবং এনবিআরের প্রতিনিধির সমন্বয়ে ‘টেকনিক্যাল, ‘গবেষণা’ এবং ‘বিজনেস প্রসেস’ প্রভৃতি খাত ভিত্তিক ওয়ার্কিং কমিটি গঠন করে মতামত নেওয়া হয়।
এ সময় স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, সাধারণ জনগণের পাশাপাশি ব্যবসায়ীদের কর দিতে উৎসাহিত করতে বিদ্যমান কর নীতিমালা সহজ করা প্রয়োজন। তিনি বলেন, দেশে একটি করবান্ধব পরিবেশ তৈরিতে এনবিআরের সঙ্গে ঢাকা চেম্বার একযোগে কাজ করছে। শতবর্ষ পুরনো ‘আয়কর আইন’ সংশোধন ও যুগোপযোগী করার লক্ষ্যে এনবিআর কাজ করছে। আশা করছি সকলের মতামতের ভিত্তিতে আইনটি চূড়ান্ত হবে।
তিনি আরও বলেন, দেশের মোট জিডিপির প্রায় ৮০ শতাংশ বেসরকারি খাত থেকে আসে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এ খাতের ভূমিকা সুদৃঢ় করার জন্য ব্যবসা সহায়ক নীতিমালার বিকল্প নেই। দেশীয় বিনিয়োগের সম্প্রসারণের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্রুত কর কাঠামো যুগোপযোগী করার বিকল্প নেই।
উল্লেখ্য, ডিসিসিআই প্রতিবছর ব্যবসায়ী সম্প্রদায় ও ব্যক্তি পর্যায়ে কর প্রদানকে উৎসাহিত করতে জাতীয় বাজেট প্রণয়নের পরপরই ট্যাক্স গাইড প্রকাশ করে থাকে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, কর দেওয়ার প্রক্রিয়া যত সহজ হবে, জনগণ ততই কর দিতে উৎসাহ পাবেন। কর ফাঁকির প্রবণতাও কমে আসবে। তিনি বলেন, কর প্রক্রিয়া অটোমেশনের জন্য এনবিআর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ট্যাক্স গাইড ২০২১-২২ এর মোড়ক উন্মোচনকালে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান, ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন, সহসভাপতি মনোয়ারা হোসেন এবং এনবিআর সদস্যরা উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, কর হার কমানো, সেবার মান উন্নয়ন, কর প্রক্রিয়া অটোমেশন এবং কর প্রক্রিয়া সহজ করার জন্য এনবিআর কার্যক্রম চালাচ্ছে। এসব কার্যক্রমের সুফল দেশের ব্যবসায়ীরাসহ সাধারণ জনগণ ভোগ করবে।
তিনি বলেন, আগামী ২০ বছরের প্রয়োজনের নিরিখে এনবিআরে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে একটি কাঠামো প্রণয়নের জন্য কাজ করছে।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে ডিসিসিআই প্রতিবছরই তাদের সুচিন্তিত প্রস্তাবনা পেশ করে। এ ছাড়া দেশের সার্বিক রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নে সংশ্লিষ্ট অংশীজন এবং এনবিআরের প্রতিনিধির সমন্বয়ে ‘টেকনিক্যাল, ‘গবেষণা’ এবং ‘বিজনেস প্রসেস’ প্রভৃতি খাত ভিত্তিক ওয়ার্কিং কমিটি গঠন করে মতামত নেওয়া হয়।
এ সময় স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, সাধারণ জনগণের পাশাপাশি ব্যবসায়ীদের কর দিতে উৎসাহিত করতে বিদ্যমান কর নীতিমালা সহজ করা প্রয়োজন। তিনি বলেন, দেশে একটি করবান্ধব পরিবেশ তৈরিতে এনবিআরের সঙ্গে ঢাকা চেম্বার একযোগে কাজ করছে। শতবর্ষ পুরনো ‘আয়কর আইন’ সংশোধন ও যুগোপযোগী করার লক্ষ্যে এনবিআর কাজ করছে। আশা করছি সকলের মতামতের ভিত্তিতে আইনটি চূড়ান্ত হবে।
তিনি আরও বলেন, দেশের মোট জিডিপির প্রায় ৮০ শতাংশ বেসরকারি খাত থেকে আসে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এ খাতের ভূমিকা সুদৃঢ় করার জন্য ব্যবসা সহায়ক নীতিমালার বিকল্প নেই। দেশীয় বিনিয়োগের সম্প্রসারণের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্রুত কর কাঠামো যুগোপযোগী করার বিকল্প নেই।
উল্লেখ্য, ডিসিসিআই প্রতিবছর ব্যবসায়ী সম্প্রদায় ও ব্যক্তি পর্যায়ে কর প্রদানকে উৎসাহিত করতে জাতীয় বাজেট প্রণয়নের পরপরই ট্যাক্স গাইড প্রকাশ করে থাকে।
আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। এনইসির বৈঠকপরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের তারিখ পিছিয়ে আগামী ২ জুলাই দিন ধার্য করা হয়েছে। আজ রোববার (১৮ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান নতুন এ দিন ধার্য করেন।
১ ঘণ্টা আগেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে চতুর্থ দিনর মতো কলম বিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে ব্যাহত হচ্ছে রাজস্ব কার্যক্রম। তাই কর্মকর্তাদের সঙ্গে আগামী মঙ্গলবার আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ আজ রোববার দুপুরে এই তথ্য...
৩ ঘণ্টা আগেঅংশীজনদের মতামত উপেক্ষা করে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা এই আন্দোলনে নেমেছেন। জরুরি সেবা হিসেবে আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট ও রপ্তানি কার্যক্রম চালু রাখা হয়েছে।
৬ ঘণ্টা আগে