Ajker Patrika

অনিতা চৌধুরীর স্কয়ারের শেয়ার পেলেন উত্তরাধিকারীরা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ২২: ৪৯
অনিতা চৌধুরী। ছবি: সংগৃহীত
অনিতা চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী মৃত অনিতা চৌধুরীর নামে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার টেক্সটাইলের শেয়ার উত্তরাধিকারীদের হস্তান্তর করা হয়েছে।

আদালতের উত্তরাধিকার সনদ অনুযায়ী তাঁর ছেলেমেয়েদের কাছে এই শেয়ার হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, অনিতা চৌধুরীর নামে স্কয়ার গ্রুপের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৮১৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে তাঁর ছেলে কোম্পানির বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩ টি, মেয়ে ভাইস চেয়ারম্যান রত্না পাত্র ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩ টি, ছেলে ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩টি এবং আরেক ছেলে পরিচালক অঞ্জন চৌধুরী ১ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ২০৩টি শেয়ার পেয়েছেন।

অনিতা চৌধুরীর নামে স্কয়ার গ্রুপের আরেক কোম্পানি স্কয়ার টেক্সটাইলের ৫৮ লাখ ৪৩ হাজার ৮৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে ছেলে কোম্পানির বর্তমান চেয়ারম্যান তপন চৌধুরী ১৪ লাখ ৬০ হাজার ৭৭০ টি, মেয়ে ভাইস চেয়ারম্যান রত্না পাত্র ১৪ লাখ ৬০ হাজার ৭৭০টি, ছেলে ব্যবস্থাপনা পরিচালক স্যামুয়েল এস চৌধুরী ১৪ লাখ ৬০ হাজার ৭৭০টি এবং আরেক ছেলে পরিচালক অঞ্জন চৌধুরী ১৪ লাখ ৬০ হাজার ৭৭০টি শেয়ার পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত