Ajker Patrika

কানাডা ও মেক্সিকোতে মিডিয়া ব্যবসা সম্প্রসারণের ঘোষণা ট্রাম্পের কোম্পানির

অনলাইন ডেস্ক
ছবি: এএফপি
ছবি: এএফপি

পাল্টাপাল্টি শুল্ক উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি (টিএমটিজি) তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ও টিভি স্ট্রিমিং ব্যবসা কানাডা ও মেক্সিকোতে সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। সম্প্রতি এক ঘোষণায় সংস্থাটি জানিয়েছে, এখন থেকে কানাডা এবং মেক্সিকোতে ডাউনলোড করা যাবে ট্রুথ সোশ্যাল এবং ট্রুথ প্লাস মোবাইল ও টিভি অ্যাপ। মূলত আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছানো এবং শেয়ার বাড়ানোই এই পদক্ষেপের উদ্দেশ্য।

টিএমটিজি জানিয়েছে, ট্রুথ প্লাস মোবাইল অ্যাপ এখন আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসের অ্যাপ স্টোরে এবং টিভি অ্যাপগুলো রকু, অ্যাপল, অ্যান্ড্রয়েড ও আমাজন ফায়ার টিভিতে পাওয়া যাচ্ছে। ট্রুথ ডট ফাই নামের একটি ফিনটেক (ফিন্যান্সিয়াল টেকনোলজি বা আর্থিক প্রযুক্তি) প্ল্যাটফর্মের মালিকও ট্রাম্প মিডিয়া।

ট্রাম্প মিডিয়ার এই বাণিজ্য সম্প্রসারণের ঘোষণা এমন এক সময়ে এল, যখন টিএমটিজির প্রতিষ্ঠাতা ডোনাল্ড ট্রাম্প ৬০ টিরও বেশি দেশের ওপর কঠোর শুল্ক আরোপ করেছেন, যার ফলে বৈশ্বিক বাজারে ব্যাপক পতন ঘটেছে। একদিকে, আন্তর্জাতিক বাজার ধরতে চাচ্ছেন, অন্যদিকে বৈশ্বিক শুল্ক আরোপ করে সেই বাজারে প্রবেশকেই কঠিন করে তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যদিও ট্রুথ সোশ্যাল ও ট্রুথ প্লাস এখন কানাডা ও মেক্সিকোতে চালু হতে যাচ্ছে তবে, বাস্তবতা হলো—ইউএসএমসিএ চুক্তির আওতায় যে মুক্ত বাণিজ্যের কথা হয়েছিল, তার বাইরে এই দুই দেশের ওপর আগেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকেরা বলছেন, শুল্ক আরোপ করে আবার দেশ দুটিতে বাণিজ্য বাড়ানো মূলত ট্রাম্পের একটি কৌশল। এভাবে, ট্রাম্প ব্যবসায়িক সুসম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু একই সঙ্গে বাণিজ্য প্রতিবন্ধকতাও তৈরি করছেন।

শতাধিক দেশের সব পণ্যে ১০ শতাংশ বেসলাইন ধরে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বৈশ্বিক শেয়ার বাজারে রেকর্ড পতন দেখা গেছে। ট্রাম্পের সম্পদের মূল্যও নেমে যায়। কিন্তু যখন তিনি ঘোষণা করেন যে কিছু দেশের জন্য ৯০ দিনের শুল্ক বিরতি থাকবে, তখন শেয়ারবাজার আবার চাঙা হয়। অর্থাৎ, ট্রাম্পের একেকটি ঘোষণায় বাজার চরমভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, যা অনিশ্চয়তা বাড়াচ্ছে।

ফোর্বসের রিয়েল–টাইম ট্র্যাকার অনুযায়ী ট্রাম্পের সম্পদের পরিমাণ প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন ডলার, তবে শুল্ক ঘোষণার পর মিলিয়ন ডলারেরও বেশি হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প মিডিয়ায় প্রায় ২০০ কোটি ডলারের মালিকানা থাকায় সেটিই তাঁর সবচেয়ে বড় সম্পদ। যদিও শুল্ক ঘোষণার পর সংস্থাটির শেয়ারমূল্য প্রাথমিকভাবে পড়ে যায়, তবে গত বুধবার বিকেলে তা আবার ২০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ফোর্বস। শুল্ক স্থগিতের ঘোষণাই শেয়ার ঊর্ধ্বমুখী হওয়ার কারণ।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার পর অধিকাংশ সামাজিক মাধ্যম থেকে ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়। এরই জেরে তিনি নিজের একটি সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির ঘোষণা দেন। পরে, ২০২২ সালে ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয় ট্রুথ সোশ্যাল। ট্রুথ সোশ্যাল আসলে ট্রাম্পের রাজনৈতিক প্রচারের প্রধান মাধ্যম, যেখানে তিনি সরকারি নীতিনির্ধারণ সংক্রান্ত বিষয়ও পোস্ট করেন। ফলে এটি আর শুধু সোশ্যাল মিডিয়া না, এটি তাঁর রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার। এর সম্প্রসারণ মানে শুধু ব্যবসা নয়, রাজনৈতিক প্রভাবও বাড়ানোর চেষ্টা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত