ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ও কারারক্ষীদের দুর্ব্যবহারে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে কারাগারের প্রধান ফটকে আসেন ইউসুফ আলী (৬৮)। তিনি জানান, তাঁর ছেলে একটি মামলায় কারাগারে রয়েছেন। ছেলের খোঁজ নিতে এসে তিনি সীমাহীন হয়রানির শিকার হয়েছেন। কারারক্ষীদের দুর্ব্যবহার সহ্যসহ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁকে।
বাবার সঙ্গে দেখা করতে আসা মো. সাজু নামের এক যুবক একই অভিযোগ করেন। তিনি বলেন, মোবাইল ফোন নিয়ে এসেছেন, এই অজুহাতে তাঁকে কারাগারের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কথাগুলো বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
একই সময় স্বামীকে দেখতে আসা রেখা বেগম নামের এক নারীও কান্নায় ভেঙে পড়েন। প্রায় ৭০ কিলোমিটার দূর থেকে স্বামীর সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। কিন্তু কারারক্ষীরা তাঁকে ভেতরে ঢুকতে দেননি। কারণ হিসেবে তাঁরা মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞার কথা জানান।
রেখা বেগম বলেন, ‘এই শহরে তো আমার পরিচিত কেউ নেই। তাহলে ফোনটা রাখব কোথায়?’ এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি কারারক্ষী মামুন সরকার। তিনি বলেন, ‘আমি স্যারের নির্দেশ পালন করছি।’
সদ্য কারামুক্ত সোহেল সাহা বলেন, ‘কারাগারের ভোগান্তির বর্ণনা বলে শেষ করা যাবে না। নিম্নমানের খাবার, কারারক্ষীদের দুর্ব্যবহারে সেখানে কান্না ছাড়া কোনো উপায় থাকে না।’
এ বিষয়ে কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, জেলকোড অনুযায়ী দর্শনার্থীদের মোবাইল ফোন বহন করা নিষেধ নয়, কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে নিষেধ করা হচ্ছে।
ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ও কারারক্ষীদের দুর্ব্যবহারে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে কারাগারের প্রধান ফটকে আসেন ইউসুফ আলী (৬৮)। তিনি জানান, তাঁর ছেলে একটি মামলায় কারাগারে রয়েছেন। ছেলের খোঁজ নিতে এসে তিনি সীমাহীন হয়রানির শিকার হয়েছেন। কারারক্ষীদের দুর্ব্যবহার সহ্যসহ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁকে।
বাবার সঙ্গে দেখা করতে আসা মো. সাজু নামের এক যুবক একই অভিযোগ করেন। তিনি বলেন, মোবাইল ফোন নিয়ে এসেছেন, এই অজুহাতে তাঁকে কারাগারের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কথাগুলো বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
একই সময় স্বামীকে দেখতে আসা রেখা বেগম নামের এক নারীও কান্নায় ভেঙে পড়েন। প্রায় ৭০ কিলোমিটার দূর থেকে স্বামীর সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। কিন্তু কারারক্ষীরা তাঁকে ভেতরে ঢুকতে দেননি। কারণ হিসেবে তাঁরা মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞার কথা জানান।
রেখা বেগম বলেন, ‘এই শহরে তো আমার পরিচিত কেউ নেই। তাহলে ফোনটা রাখব কোথায়?’ এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি কারারক্ষী মামুন সরকার। তিনি বলেন, ‘আমি স্যারের নির্দেশ পালন করছি।’
সদ্য কারামুক্ত সোহেল সাহা বলেন, ‘কারাগারের ভোগান্তির বর্ণনা বলে শেষ করা যাবে না। নিম্নমানের খাবার, কারারক্ষীদের দুর্ব্যবহারে সেখানে কান্না ছাড়া কোনো উপায় থাকে না।’
এ বিষয়ে কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, জেলকোড অনুযায়ী দর্শনার্থীদের মোবাইল ফোন বহন করা নিষেধ নয়, কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে নিষেধ করা হচ্ছে।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
৯ মিনিট আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
১৪ মিনিট আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
৩২ মিনিট আগেসাবেক ছাত্রলীগের নেতা ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায় এবং তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ
৩৮ মিনিট আগে