রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও রাণীশংকৈলে এক দাখিল মাদ্রাসার মাঠ দখল করে রাস্তা নির্মাণের খোয়া ভাঙা হচ্ছে। এতে ওই মাদ্রাসার চলমান বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করা পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে। তারা বলছে, ইটের খোয়া ভাঙার শব্দের মধ্যে পরীক্ষায় মনোযোগ ধরে রাখতে পারছে না তারা।
গত সাত দিন ধরে এ চিত্র দেখা গেছে রাণীশংকৈলের চাপোড় পার্বতীপুর দাখিল মাদ্রাসা মাঠে। নির্মাণ শ্রমিকেরা বলছেন, আরও ১৫–২০ দিন অবস্থা চলবে।
মাদ্রাসা সভাপতি বলছেন, এক গাড়ি ইটের বিনিময়ে মাদ্রাসার মাঠটি ব্যবহার করতে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, ওই এলাকায় মসজিদ নির্মাণ করতে এক গাড়ি ইট চাওয়া হয়েছে। এর বিনিময়ে মাঠটি ব্যবহার করতে দেওয়া হয়েছে।
আজ রোববার মাদ্রাসায় সরেজমিনে দেখা গেছে, মাদ্রাসা মাঠের অর্ধেক অংশ জুড়ে ইটের স্তূপ করে রাখা হয়েছে। একাধিকবার ইটের গাড়ি চলাচল করার কারণে বিদ্যালয় প্রবেশের প্রধান ফটক ও মাঠে ধুলোবালু ভরে গেছে। মাঠের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। স্তূপ করে রাখা ইটগুলো হাতুড়ি দিয়ে খোয়া ভাঙছেন কয়েকজন শ্রমিক।
এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রমজান আলী বলেন, কয়েক দিনের জন্য মাঠটিকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। এটি মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানেন।
মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, এক গাড়ি ইটের বিনিময়ে তাঁদের মাদ্রাসার মাঠটি ব্যবহার করতে দেওয়া হয়েছে। এখন শিক্ষার্থীদের পরীক্ষা চলছে, তাই মাঠে খেলাধুলা বন্ধ থাকার সুবাদে মাঠটি ঠিকাদারকে ব্যবহার করতে দেওয়া হয়েছে।
সেখানে কথা হয় কয়েকজন নির্মাণ শ্রমিকের সঙ্গে। তাঁরা বলেন, কয়েক দিন ধরেই খোয়া ভাঙার কাজ করছেন। আরও ১৫–২০ দিন ভাঙতে হবে। এক কিলোমিটার সড়কের জন্য খোয়া প্রয়োজন। সে জন্য অনেক খোয়া ভাঙতে হবে। আর হাতুড়ি দিয়ে খোয়া ভাঙলে তো শব্দ হবেই।
এদিকে খোয়া ভাঙার শব্দ দূষণে চলমান বার্ষিক পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে শিক্ষার্থীদের জানায়, পরীক্ষার সময় ইটের খোয়া ভাঙার শব্দে মাথা ব্যথা শুরু হয়। পরীক্ষার পরিবেশ নীরব থাকা দরকার। কিন্তু মাদ্রাসা মাঠে এমন শব্দের কারণে মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। খোয়া ভাঙার শব্দ অত্যন্ত বিরক্তিকর।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, চাপোড় পার্বতীপুর মাদ্রাসা থেকে পার্বতীপুর লেহেম্বা রাস্তা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণের কাজটি বাস্তবায়ন করছে এম এস অটো রাইস মিলের ঠিকাদার প্রতিষ্ঠান। এতে প্রায় এক কোটি ৯ লাখ ৩৪ হাজার ৯৩৩ টাকা ব্যয় ধরা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস অটো রাইস মিলের ঠিকাদার আব্দুস সামাদ মোবাইল ফোনে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেখানে রাস্তা নির্মাণের মালামাল রাখা হয়েছে। বর্তমানে সেখানে খোয়া ভাঙা চলছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ ওই এলাকায় মসজিদ নির্মাণের জন্য মাঠ ব্যবহারের বিনিময়ে এক গাড়ি ইট চেয়েছেন। তা মাদ্রাসা কর্তৃপক্ষকে দেওয়া হবে।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক আলী বলেন, ‘ওই শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনে গিয়ে মাঠের মধ্যে ঠিকাদারি মালামাল রাখতে দেখেছি। সে সময় সুপারকে বলেছিলাম এগুলো সরাতে। যেহেতু এখনো মালামালগুলো অপসারণ হয়নি। তাই সুপারকে আবারও বলা হবে ওই মালামাল সরানোর জন্য।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি এখন জানলাম। উপজেলা এলজিইডির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’
ঠাকুরগাঁও রাণীশংকৈলে এক দাখিল মাদ্রাসার মাঠ দখল করে রাস্তা নির্মাণের খোয়া ভাঙা হচ্ছে। এতে ওই মাদ্রাসার চলমান বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করা পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে। তারা বলছে, ইটের খোয়া ভাঙার শব্দের মধ্যে পরীক্ষায় মনোযোগ ধরে রাখতে পারছে না তারা।
গত সাত দিন ধরে এ চিত্র দেখা গেছে রাণীশংকৈলের চাপোড় পার্বতীপুর দাখিল মাদ্রাসা মাঠে। নির্মাণ শ্রমিকেরা বলছেন, আরও ১৫–২০ দিন অবস্থা চলবে।
মাদ্রাসা সভাপতি বলছেন, এক গাড়ি ইটের বিনিময়ে মাদ্রাসার মাঠটি ব্যবহার করতে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, ওই এলাকায় মসজিদ নির্মাণ করতে এক গাড়ি ইট চাওয়া হয়েছে। এর বিনিময়ে মাঠটি ব্যবহার করতে দেওয়া হয়েছে।
আজ রোববার মাদ্রাসায় সরেজমিনে দেখা গেছে, মাদ্রাসা মাঠের অর্ধেক অংশ জুড়ে ইটের স্তূপ করে রাখা হয়েছে। একাধিকবার ইটের গাড়ি চলাচল করার কারণে বিদ্যালয় প্রবেশের প্রধান ফটক ও মাঠে ধুলোবালু ভরে গেছে। মাঠের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। স্তূপ করে রাখা ইটগুলো হাতুড়ি দিয়ে খোয়া ভাঙছেন কয়েকজন শ্রমিক।
এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রমজান আলী বলেন, কয়েক দিনের জন্য মাঠটিকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। এটি মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানেন।
মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, এক গাড়ি ইটের বিনিময়ে তাঁদের মাদ্রাসার মাঠটি ব্যবহার করতে দেওয়া হয়েছে। এখন শিক্ষার্থীদের পরীক্ষা চলছে, তাই মাঠে খেলাধুলা বন্ধ থাকার সুবাদে মাঠটি ঠিকাদারকে ব্যবহার করতে দেওয়া হয়েছে।
সেখানে কথা হয় কয়েকজন নির্মাণ শ্রমিকের সঙ্গে। তাঁরা বলেন, কয়েক দিন ধরেই খোয়া ভাঙার কাজ করছেন। আরও ১৫–২০ দিন ভাঙতে হবে। এক কিলোমিটার সড়কের জন্য খোয়া প্রয়োজন। সে জন্য অনেক খোয়া ভাঙতে হবে। আর হাতুড়ি দিয়ে খোয়া ভাঙলে তো শব্দ হবেই।
এদিকে খোয়া ভাঙার শব্দ দূষণে চলমান বার্ষিক পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে শিক্ষার্থীদের জানায়, পরীক্ষার সময় ইটের খোয়া ভাঙার শব্দে মাথা ব্যথা শুরু হয়। পরীক্ষার পরিবেশ নীরব থাকা দরকার। কিন্তু মাদ্রাসা মাঠে এমন শব্দের কারণে মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। খোয়া ভাঙার শব্দ অত্যন্ত বিরক্তিকর।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, চাপোড় পার্বতীপুর মাদ্রাসা থেকে পার্বতীপুর লেহেম্বা রাস্তা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণের কাজটি বাস্তবায়ন করছে এম এস অটো রাইস মিলের ঠিকাদার প্রতিষ্ঠান। এতে প্রায় এক কোটি ৯ লাখ ৩৪ হাজার ৯৩৩ টাকা ব্যয় ধরা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস অটো রাইস মিলের ঠিকাদার আব্দুস সামাদ মোবাইল ফোনে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেখানে রাস্তা নির্মাণের মালামাল রাখা হয়েছে। বর্তমানে সেখানে খোয়া ভাঙা চলছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ ওই এলাকায় মসজিদ নির্মাণের জন্য মাঠ ব্যবহারের বিনিময়ে এক গাড়ি ইট চেয়েছেন। তা মাদ্রাসা কর্তৃপক্ষকে দেওয়া হবে।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক আলী বলেন, ‘ওই শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনে গিয়ে মাঠের মধ্যে ঠিকাদারি মালামাল রাখতে দেখেছি। সে সময় সুপারকে বলেছিলাম এগুলো সরাতে। যেহেতু এখনো মালামালগুলো অপসারণ হয়নি। তাই সুপারকে আবারও বলা হবে ওই মালামাল সরানোর জন্য।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি এখন জানলাম। উপজেলা এলজিইডির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটে আজ সোমবার (২০ অক্টোবর) বেলা ২টার দিকে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
১২ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
১৫ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
২৮ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
৩০ মিনিট আগে