বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
পরিবেশের ভারসাম্যের প্রতি হুমকি এবং মৎস্য আইনে নিষিদ্ধ চায়না জালের ব্যবহার ও বিপননের বিরুদ্ধে সাঁরাশি অভিযানে নেমেছে বাসাইল উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক টাকার চায়না জাল ধ্বংস করা হয়েছে।
আজ সোমবার সকালে কাশিল এবং ফুলকী ইউনিয়নে অবৈধ চায়না জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গত ২০ সেপ্টেম্বর সকালে মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযানে প্রায় লক্ষাধিক টাকার জাল ধ্বংস করা হয়। এ ছাড়াও জুলাই, আগস্ট মাসে উপজেলার ২৬টি বিল এবং ৬ হাজার ২০০ হেক্টর প্লাবন ভূমিতে মা এবং ছোট মাছের যথাযথ সংরক্ষণের লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে আরও প্রায় সাড়ে চার লক্ষ টাকার জাল জব্দ করে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ দে এর নেতৃত্বে পৃথক দুটি অভিযানের মাধ্যমে এ সব জাল ধ্বংস করা হয়।
অভিযানে ৪০টি চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা। পরে জব্দকৃত জালগুলো বাদিয়াজান এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে আরও আড়াই লক্ষ টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব জাল দিয়ে মাছ শিকার করায় ছোট ও ডিমওয়ালা মাছসহ পরিবেশের ভারসাম্য রক্ষাকারী উপকারী জলজ প্রাণী ব্যাপকভাবে নিধন করা হচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, বিভিন্ন এলাকায় মাইকিং ছাড়াও অন্যান্য মাধ্যমে নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছ না ধরার জন্য সতর্ক করা হয়। কিন্তু নিষেধ অমান্য করে অবৈধভাবে মাছ শিকার অব্যাহত রাখায় উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে সাড়ে চার লক্ষ টাকার জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন বলেন, ‘রাক্ষুসে এই জাল ব্যবহার করে দেশীয় প্রজাতির ছোটবড় সব মাছ ধ্বংস করা হচ্ছে। মাছের সঙ্গে জলজ প্রাণীও ধ্বংস হচ্ছে। এতে পরিবেশে ভারসাম্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং অবৈধ চায়না জাল কোনোভাবে ব্যবহার ও বিপণন করতে দেওয়া হবে না। আমাদের উপজেলা প্রশাসন এই বিষয়ে সদা তৎপর রয়েছে। আজকের অভিযানে ৪০টি জাল পুড়িয়ে ফেলা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা। আগামী দিনেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
পরিবেশের ভারসাম্যের প্রতি হুমকি এবং মৎস্য আইনে নিষিদ্ধ চায়না জালের ব্যবহার ও বিপননের বিরুদ্ধে সাঁরাশি অভিযানে নেমেছে বাসাইল উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক টাকার চায়না জাল ধ্বংস করা হয়েছে।
আজ সোমবার সকালে কাশিল এবং ফুলকী ইউনিয়নে অবৈধ চায়না জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গত ২০ সেপ্টেম্বর সকালে মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযানে প্রায় লক্ষাধিক টাকার জাল ধ্বংস করা হয়। এ ছাড়াও জুলাই, আগস্ট মাসে উপজেলার ২৬টি বিল এবং ৬ হাজার ২০০ হেক্টর প্লাবন ভূমিতে মা এবং ছোট মাছের যথাযথ সংরক্ষণের লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে আরও প্রায় সাড়ে চার লক্ষ টাকার জাল জব্দ করে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ দে এর নেতৃত্বে পৃথক দুটি অভিযানের মাধ্যমে এ সব জাল ধ্বংস করা হয়।
অভিযানে ৪০টি চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা। পরে জব্দকৃত জালগুলো বাদিয়াজান এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে আরও আড়াই লক্ষ টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব জাল দিয়ে মাছ শিকার করায় ছোট ও ডিমওয়ালা মাছসহ পরিবেশের ভারসাম্য রক্ষাকারী উপকারী জলজ প্রাণী ব্যাপকভাবে নিধন করা হচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, বিভিন্ন এলাকায় মাইকিং ছাড়াও অন্যান্য মাধ্যমে নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছ না ধরার জন্য সতর্ক করা হয়। কিন্তু নিষেধ অমান্য করে অবৈধভাবে মাছ শিকার অব্যাহত রাখায় উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে সাড়ে চার লক্ষ টাকার জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন বলেন, ‘রাক্ষুসে এই জাল ব্যবহার করে দেশীয় প্রজাতির ছোটবড় সব মাছ ধ্বংস করা হচ্ছে। মাছের সঙ্গে জলজ প্রাণীও ধ্বংস হচ্ছে। এতে পরিবেশে ভারসাম্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং অবৈধ চায়না জাল কোনোভাবে ব্যবহার ও বিপণন করতে দেওয়া হবে না। আমাদের উপজেলা প্রশাসন এই বিষয়ে সদা তৎপর রয়েছে। আজকের অভিযানে ৪০টি জাল পুড়িয়ে ফেলা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা। আগামী দিনেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
গাইবান্ধার সুন্দরগঞ্জের মওলানা ভাসানী সেতুর রেলিংয়ে অস্বাভাবিক পরিমাণে ফাঁকা থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন সেতু দিয়ে হেঁটে চলাচলকারীরা। চলতি বছরের ২০ আগস্ট সেতুটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই সেতু দেখতে আসেন স্থানীয়সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।
৪৪ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো বার্ন ইউনিট ভবনে আলাদাভাবে কারাবন্দী রোগীদের জন্য চিকিৎসাসেবার ব্যবস্থা করছে সরকার। কারাগারে আটক হাজতি ও কয়েদিদের চিকিৎসা কার্যক্রম চালাতে ভবনটির ছাদে ‘প্রিজন অ্যানেক্স’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪৪ মিনিট আগেজমি বিক্রি ও ধারদেনা করে হবিগঞ্জের বিভিন্ন উপজেলার ৩৫ যুবক অবৈধভাবে ইতালির উদ্দেশে বাড়ি ছেড়েছেন তিন-চার মাস আগে। মানব পাচার চক্র তাঁদের ইউরোপের দেশটিতে পাঠানোর জন্য প্রথমে লিবিয়ার উপকূলীয় শহর ত্রিপোলিতে নিয়ে যায়।
৪৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ শামসুজ্জোহা হলেও জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, একই প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বির ও আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
১ ঘণ্টা আগে