Ajker Patrika

টিভির বুম দিয়ে সাংবাদিকের মাথায় আঘাত করা আ. লীগ নেতা কারাগারে

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ২০: ৪৪
টিভির বুম দিয়ে সাংবাদিকের মাথায় আঘাত করা আ. লীগ নেতা কারাগারে

টাঙ্গাইলের সখীপুরে টিভির বুম দিয়ে সাংবাদিকের মাথায় আঘাত করা সেই আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন মন্টুকে (৭০) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতে জামিনের আবেদন করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসিন জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী আবদুল জলিল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। আসামি মনির উদ্দিন মন্টু একজন বীর মুক্তিযোদ্ধা ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য। আহত ব্যক্তি সখীপুরে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি এম. সাইফুল ইসলাম শাফলু।

পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাংবাদিক শাফলু দীর্ঘদিন ধরে মনির উদ্দিন প্লাজার নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে নিজের সম্পাদিত নিউজ পোর্টাল ‘নিউজ টাঙ্গাইল’ পরিচালনা করেন। গত সোমবার বেলা ১১টার দিকে ওই কক্ষটির ভাড়ার চুক্তিপত্র নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভবনমালিক মনির উদ্দিন মন্টু অফিস কক্ষে ঢুকে টেলিভিশনের বুম (মাইক্রোফোন) দিয়ে সজোরে সাংবাদিক শাফলুর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সাংবাদিক শাফলু জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ধ্যায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত সাংবাদিক এম. সাইফুল ইসলাম শাফলু।এই ঘটনায় ওইদিন বিকেলে সাংবাদিক শাফলুর স্ত্রী রিফাত শারমিন রিতা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন মন্টুকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতে পাঠায়।

মামলার বাদীপক্ষের আইনজীবী আবদুল জলিল চৌধুরী জানান, আসামিপক্ষের আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করেন। বিচারক আবেদনটি নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ