Ajker Patrika

সখীপুরে সাজাপ্রাপ্ত হওয়ায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে সাজাপ্রাপ্ত হওয়ায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

টাঙ্গাইলের সখীপুরে চেক জালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হওয়ায় প্রধান শিক্ষক ইব্রাহীম খলিলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার রাত ৮টায় জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

বরখাস্ত হওয়া ইব্রাহীম খলিল উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালে জনৈক ব্যক্তি আদালতে ৪ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে ইব্রাহিম খলিলের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আদালত ইব্রাহিম খলিলকে তিন মাসের সাজা দেন। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে ৪ লাখ ৪০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে ওই টাকা পরিশোধ করা হবে বলেও আদালত আদেশ দেন। 

পরে গতকাল রোববার বিকেলে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গান্দিনাপাড়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে ওই দিন সন্ধ্যায় তাঁকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়। 

সখীপুর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান (এসআই) বলেন, চেক জালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রোববার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হওয়ায় প্রধান শিক্ষক ইব্রাহীম খলিলকে চলতি দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...