সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর দাবি নিয়ে আসা তরুণীকে (২৭) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হতেয়া রাজাবাড়ী ইউনিয়নের বাজাইল এলাকার নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—তরুণীর প্রেমিক আব্দুর রশিদ (২৪), রশিদের বাবা আব্বাস উদ্দিন (৫৫) ও মা চন্দ্রা বেগম (৪৭)। এর আগে মারধরের শিকার ওই তরুণীর বাবা বাদী হয়ে প্রেমিক রশিদসহ ছয়জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে বাজাইল গ্রামের আব্দুর রশিদের প্রেমের সম্পর্ক ছিল। পরে তাঁরা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন এবং তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয় বলে তরুণী দাবি করেন।
কিন্তু গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্ত্রীর মর্যাদা চেয়ে বিয়ের কাগজপত্র নিয়ে স্বামীর (রশিদ) বাড়িতে গেলে রশিদ ও তাঁর পরিবারের সদস্যরা সম্পর্ক অস্বীকার করেন এবং তাঁকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করেন। খবর পেয়ে পরিবারের লোকজন তরুণীকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নির্যাতনের শিকার তরুণী অভিযোগ করেন, ‘আমার কাছে কোর্ট ম্যারেজের কাগজপত্র, ভিডিও, ছবিসহ আরও বেশ কিছু প্রমাণ আছে। ওরা আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে সবকিছু কেড়ে নিয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদ তাঁর বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগটি আংশিক স্বীকার করলেও পাল্টা দাবি করেন। রশিদ বলেন, ওই তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ঠিকই, তবে তরুণী বয়স, আগের বিয়ে ও দুটি সন্তানের মতো গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখে তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। তিনি আরও দাবি করেন, ঘটনার দিন তরুণী তাঁর বাড়িতে এসে ফাঁসি দিতে চেয়েছিলেন, এ কারণেই তাঁকে কেবল বেঁধে রাখা হয়েছিল।
এদিকে, এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে এবং পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাশেম বলেন, ‘মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর দাবি নিয়ে আসা তরুণীকে (২৭) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হতেয়া রাজাবাড়ী ইউনিয়নের বাজাইল এলাকার নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—তরুণীর প্রেমিক আব্দুর রশিদ (২৪), রশিদের বাবা আব্বাস উদ্দিন (৫৫) ও মা চন্দ্রা বেগম (৪৭)। এর আগে মারধরের শিকার ওই তরুণীর বাবা বাদী হয়ে প্রেমিক রশিদসহ ছয়জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে বাজাইল গ্রামের আব্দুর রশিদের প্রেমের সম্পর্ক ছিল। পরে তাঁরা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন এবং তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয় বলে তরুণী দাবি করেন।
কিন্তু গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্ত্রীর মর্যাদা চেয়ে বিয়ের কাগজপত্র নিয়ে স্বামীর (রশিদ) বাড়িতে গেলে রশিদ ও তাঁর পরিবারের সদস্যরা সম্পর্ক অস্বীকার করেন এবং তাঁকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করেন। খবর পেয়ে পরিবারের লোকজন তরুণীকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নির্যাতনের শিকার তরুণী অভিযোগ করেন, ‘আমার কাছে কোর্ট ম্যারেজের কাগজপত্র, ভিডিও, ছবিসহ আরও বেশ কিছু প্রমাণ আছে। ওরা আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে সবকিছু কেড়ে নিয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদ তাঁর বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগটি আংশিক স্বীকার করলেও পাল্টা দাবি করেন। রশিদ বলেন, ওই তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ঠিকই, তবে তরুণী বয়স, আগের বিয়ে ও দুটি সন্তানের মতো গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখে তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। তিনি আরও দাবি করেন, ঘটনার দিন তরুণী তাঁর বাড়িতে এসে ফাঁসি দিতে চেয়েছিলেন, এ কারণেই তাঁকে কেবল বেঁধে রাখা হয়েছিল।
এদিকে, এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে এবং পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাশেম বলেন, ‘মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
গাইবান্ধার সুন্দরগঞ্জের মওলানা ভাসানী সেতুর রেলিংয়ে অস্বাভাবিক পরিমাণে ফাঁকা থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন সেতু দিয়ে হেঁটে চলাচলকারীরা। চলতি বছরের ২০ আগস্ট সেতুটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই সেতু দেখতে আসেন স্থানীয়সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।
৩ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো বার্ন ইউনিট ভবনে আলাদাভাবে কারাবন্দী রোগীদের জন্য চিকিৎসাসেবার ব্যবস্থা করছে সরকার। কারাগারে আটক হাজতি ও কয়েদিদের চিকিৎসা কার্যক্রম চালাতে ভবনটির ছাদে ‘প্রিজন অ্যানেক্স’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেজমি বিক্রি ও ধারদেনা করে হবিগঞ্জের বিভিন্ন উপজেলার ৩৫ যুবক অবৈধভাবে ইতালির উদ্দেশে বাড়ি ছেড়েছেন তিন-চার মাস আগে। মানব পাচার চক্র তাঁদের ইউরোপের দেশটিতে পাঠানোর জন্য প্রথমে লিবিয়ার উপকূলীয় শহর ত্রিপোলিতে নিয়ে যায়।
৩ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ শামসুজ্জোহা হলেও জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, একই প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বির ও আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
৩ ঘণ্টা আগে