Ajker Patrika

মৌলভীবাজারের সাবেক সাংসদ আহাদ মিয়া মারা গেছেন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের সাবেক সাংসদ আহাদ মিয়া মারা গেছেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকার সাবেক সংসদ সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. আহাদ মিয়া (৭৫) মারা গেছেন। আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। আহাদ মিয়ার ভাইয়ের ছেলে এবং শ্রীমঙ্গল পৌরসভার বর্তমান মেয়র মহসিন মিয়া মধু এ তথ্য নিশ্চিত করেন।

মৃত আহাদ মিয়া স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। 

এদিকে তাঁর মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই আহাদ মিয়ার শ্রীমঙ্গল পূর্বাশাস্থ বাসভবনে শত শত মানুষ ভিড় জমাচ্ছেন।

আহাদ মিয়ার মৃত্যুতে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

পরবর্তীতে মৃতের জানাজা ও দাফনের সময় জানানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত