Ajker Patrika

অরক্ষিত লেভেল ক্রসিং, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল আ. লীগ নেতার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
অরক্ষিত লেভেল ক্রসিং, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল আ. লীগ নেতার

সিলেটে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুরে অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ওসি শাফিউর ইসলাম।

নিহত আব্দুস শহীদ (৪৮) সিলেটের জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া চানশ্রী কোনার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী আলীমুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, তাঁর বাড়ি ঘটনাস্থলের কাছাকাছি। ট্রেন আসার আগে এখানে গেটম্যান সব সময় লেভেল ক্রসিং বার নামিয়ে দেন। কিন্তু আজ ঘটনাস্থলে কোনো গেটম্যান দেখা যায়নি। এজন্য বারও ওঠানো ছিল। এ সময় মোটরসাইকেলে আব্দুস শহীদ পার হওয়ার সময় ট্রেন তাঁকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি বলেন, ‘আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।’

এদিকে, তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত