Ajker Patrika

খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজভাগ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম রাকিব আহমদ (৮)। সে ওই এলাকার সামছুল ইসলাম সমছের ছেলে। 

স্বজনেরা জানান, আজ শনিবার সকালে রাকিব আহমদ বাড়িতে খেলছিল। একপর্যায়ে সে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। 

দক্ষিণভাগ দক্ষিণ ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইমরান আহমদ বিষয়টি নিশ্চিত করে বিকেলে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। কর্তৃপক্ষের অনুমতি পেয়ে তারা লাশ দাফন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত