Ajker Patrika

তামাবিল স্থলবন্দরে মিথানলের ট্যাংকারে আগুন, বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেট তামাবিল স্থলবন্দরে মিথানলের ট্যাংকারে আগুন। ছবি: আজকের পত্রিকা
সিলেট তামাবিল স্থলবন্দরে মিথানলের ট্যাংকারে আগুন। ছবি: আজকের পত্রিকা

বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে সিলেটের তামাবিল স্থলবন্দর ও এর আশপাশের এলাকা। আজ শনিবার তামাবিল স্থলবন্দরে ভারত থেকে আসা মিথানলের একটি ট্যাংকলরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ট্যাংকলরির চালক সারভান জানান, গাড়ির ভেতরে ওয়্যারিং শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে ভারতীয় ট্যাংকলরি (NLO-LA-H 9493) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জৈন্তাপুর ফায়ার সার্ভিস এবং ভারতের স্থলবন্দরের আরেকটি অগ্নিনির্বাপক গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভারতীয় ট্যাংকারটি সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। এতে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জানতে চাইলে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক আমিনুল হক বলেন, ‘গত ৫ নভেম্বর বাংলাদেশের মিথানল আমদানিকারক প্রতিষ্ঠান সামুদা স্প্রেক কেমিক্যাল লিমিটেডের নামে ৭টি গাড়ি তামাবিল স্থলবন্দরে প্রবেশ করে। পরে ল্যাবরেটরি পরীক্ষা শেষে আজ (শনিবার) বাংলাদেশের ট্যাংকলরিতে কেমিক্যালগুলো স্থানান্তর করা হয়।’

সিলেট তামাবিল স্থলবন্দরে মিথানলের ট্যাংকারে আগুন। ছবি: আজকের পত্রিকা
সিলেট তামাবিল স্থলবন্দরে মিথানলের ট্যাংকারে আগুন। ছবি: আজকের পত্রিকা

এদিকে মিথানলের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ও স্থলবন্দরে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ব্যবসায়ী ও স্থলবন্দরের শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত