Ajker Patrika

শাবিপ্রবিতে ভবন থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু

শাবিপ্রবি প্রতিনিধি
Thumbnail image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত নাঈম আহমেদ (২০) নামের এক শ্রমিক মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন নাঈমের চাচা ইমরান আহমদ। নাঈম আহমেদ সিলেটের জালালাবাদ থানার ইন্নাতাবাদের মো. ওয়াতির আলির ছেলে। 

দুই দিন আগে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্মাণাধীন দোতলা ভবনে রঙের কাজ করতে গিয়ে বাঁশ ভেঙে পড়ে যান নাঈম। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

নাঈমের চাচা ইমরান আহমেদ আজকের পত্রিকাকে জানান, ভবনের ওপর থেকে পড়ে চোয়াল এবং মাথায় আঘাত পেয়েছিল নাঈম। নাক থেঁতলে যাওয়ায় অনেক রক্তক্ষরণ হয় তার। তার দুই হাতও ভেঙে গিয়েছিল। এরপর সে গত দুদিন লাইফ সাপোর্টে ছিল। 

ভবন নির্মাণশ্রমিকেরা জানান, ভবনের ওপর থেকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে নাঈমের নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী প্রথমে নাঈমকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ও পরে সেখান থেকে রাগীব রাবেয়া মেডিকেলে এবং সবশেষ সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত