Ajker Patrika

মাধবপুরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
আপডেট : ১৯ জুলাই ২০২১, ১১: ৫৬
মাধবপুরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে গাছ থেকে ফুল পাড়তে গিয়ে ভিমরুলের কামড়ে এক শিশু মারা গেছে। শিশুটির নাম রিয়া সরকার (৫)। গতকাল রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ছাড়া এ ঘটনায় আহত আরও দুই শিশু হাসপাতালে ভর্তি আছে।

স্থানীয় এলাকাবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে রিয়াসহ চার শিশু ওই গ্রামের সুভাগ্য চক্রবর্তীর পুকুরপাড়ের একটি কদমগাছ থেকে ফুল আনতে যায়। সেখানে ঝোপে থাকা ভিমরুলের বাসার কাছে অসাবধানতায় ধাক্কা লাগলে ভিমরুল তাদের আক্রমণ করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গ্রামের স্কুলশিক্ষক নির্মল ইন্দু সরকার বলেন, ভিমরুলের কামড়ে তারা গুরুতর আহত হলে তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। গতকাল রোববার অবস্থার অবনতি হলে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রিয়ার মৃত্যু হয়।

মাধবপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএচও) এ এইচ এম ইশতিয়াক মামুন আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় রিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় অবস্থার অবনতি দেখে চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত