Ajker Patrika

সিলেট সীমান্তে ৮০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ বিজিবির

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেট সীমান্তে জব্দ চোরাই পণ্য। ছবি: সংগৃহীত
সিলেট সীমান্তে জব্দ চোরাই পণ্য। ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা ৮০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকালে সিলেট বিজিবি ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব জব্দ করে।

রোববার দুপুরে সিলেট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়াইনঘাটের সোনারহাট, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, বিছনাকান্দি বিওপিসহ সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বেশ কয়েকটি মহিষ, কমলা, চিনি, মেহেদি, গরুর মাংস, চকলেট, ফেনসিডিল এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুনসহ একটি প্রাইভেট কার আটক করা হয়। আটক মালামালের বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করা হয়। এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত