Ajker Patrika

সিলেটের ব্যবসায়ীদের প্রতি ভারতের বিশেষ দৃষ্টি রয়েছে: সহকারী হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের ব্যবসায়ীদের প্রতি ভারতের বিশেষ দৃষ্টি রয়েছে: সহকারী হাইকমিশনার

সিলেটে নবনিযুক্ত সহকারী হাইকমিশনার চন্দ্র শেখরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা। আজ বুধবার সকালে নগরের শাহজালাল উপশহরের সহকারী হাইকমিশনে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদের নেতৃত্বে ভারতীয় সহকারী হাইকমিশনারকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।

এ সময় চেম্বার সভাপতি বলেন, ভারতীয় সহকারী কমিশন সিলেটে ভারতীয় বিজনেস ভিসা, মেডিকেল ও টুরিস্ট ভিসা ইস্যুসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছে। তাতে ব্যবসায়ী ও জনসাধারণ দারুণভাবে উপকৃত হচ্ছেন। তিনি ব্যবসায়ীদের স্বল্পতম সময়ের মধ্যে ভিসা প্রদান ও দীর্ঘমেয়াদি বিজনেস ভিসা ইস্যুর অনুরোধ জানান। এ ছাড়া তিনি সহকারী হাইকমিশনারকে সিলেট চেম্বারে আগমন ও দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে চেম্বার নেতাদের সঙ্গে মতবিনিময়ের আহ্বান জানান।

নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্র শেখর তাঁকে অভিনন্দন জানানোর জন্য চেম্বার নেতাদের ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, ভারত-বাংলাদেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে সিলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। সিলেটের ব্যবসায়ীদের প্রতি ভারতের বিশেষ দৃষ্টি রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্কের উন্নয়নে কাজ করে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. এমদাদ হোসেন, সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত