Ajker Patrika

ইলিয়াস আলীকে ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি

সিলেট প্রতিনিধি
ইলিয়াস আলীকে ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি

সিলেটে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পেতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে এই স্মারকলিপি দেওয়া হয়। 

সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা দীর্ঘ ১২ বছর ধরে প্রিয় নেতা এম ইলিয়াস আলীর মুক্তির অপেক্ষায় আছি। শুধু ইলিয়াস আলী নন, আমাদের শত শত নেতা কর্মীদের গুম করে রাখা হয়েছে।’ অবিলম্বে তাদের ফিরিয়ে দেওয়া না হলে হরতালের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। 

বক্তব্য দেন–জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী। 

উপস্থিত ছিলেন–হাজী শাহাব উদ্দিন আহমদ, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আনোয়ার হোসেন মানিক, অ্যাডভোকেট আবু তাহের, রফিকুল ইসলাম শাহপরান, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, আব্দুল আহাদ খান জামাল, অ্যাডভোকেট সাঈদ আহমদ, মো. মঈনুল হক, আশফাক আহমেদ, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, গৌছ আলী, জাকির আহমেদ খাঁন, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, নুমান উদ্দিন মুরাদ, অর্জুন ঘোষ, আহাদ চৌধুরী শামীম, আফসর খাঁন, অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, ফজলে আহসান রাব্বী, বখতিয়ার আহমদ ইমরান প্রমুখ। 

পরে নিখোঁজ নেতাদের মুক্তি কামনা করে বাদ আসর হজরত শাহজালাল (র) এর দরগাহ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত