নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সদর উপজেলায় টিলা ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার খাদিম চা-বাগান বস্তি লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেন এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন।
নিহত অর্চনা ছত্রী (১১) এলাকার বুলবুল ছত্রীর মেয়ে। এ ছাড়া আজ ভোরে জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে তিনটি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
খাদিমনগর ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান শামীম বলেন, ‘অর্চনাদের ঘরটি ছিল একটি টিলার পাদদেশে। ভারী বৃষ্টিতে সেই টিলা ধসে রাত সাড়ে ৩টার দিকে তাদের ঘরের ওপর পড়ে। অর্চনা ঘটনাস্থলেই মারা যায়।’
সকালে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউএনও নাছরীন আক্তার বলেন, ‘শিশুটির পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে। ওই এলাকাসহ উপজেলার যত জায়গায় যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে, তাদের সরিয়ে ফেলার চেষ্টা চলছে। ইউনিয়ন চেয়ারম্যানদেরও সংশ্লিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’
এদিকে, আজ শনিবার ভোরে জৈন্তাপুর উপজেলার ৬ নম্বর চিকনাগোল ইউনিয়নে দুটি টিলা ধসে তিনটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল ওয়াদুদ জানান, তাঁর বাড়ির কাছে ভোরে একটি টিলা ধসে পড়ে। এরপর কিছু দূরের আরেকটি টিলা একই সঙ্গে তিনটি বাড়ির ওপরে ধসে পড়ে। তবে ধসের আগে এসব ঘরের বাসিন্দারা দ্রুত বেরিয়ে যাওয়ায় রক্ষা পায় তারা। টিলা ধসে স্থানীয় লেদই পাত্র, সুদেন পাত্র ও রণ পাত্রের বাড়ি পুরো ভেঙে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম। তিনি খাদ্যসহায়তা বাবদ ১০ হাজার টাকা করে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে সহায়তা প্রদান করেন।
ইউএনও আল-বশিরুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আপাতত চলার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া পাহাড়-টিলার কাছে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করে জানানো হয়েছে।’
সিলেট সদর উপজেলায় টিলা ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার খাদিম চা-বাগান বস্তি লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেন এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন।
নিহত অর্চনা ছত্রী (১১) এলাকার বুলবুল ছত্রীর মেয়ে। এ ছাড়া আজ ভোরে জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে তিনটি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
খাদিমনগর ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান শামীম বলেন, ‘অর্চনাদের ঘরটি ছিল একটি টিলার পাদদেশে। ভারী বৃষ্টিতে সেই টিলা ধসে রাত সাড়ে ৩টার দিকে তাদের ঘরের ওপর পড়ে। অর্চনা ঘটনাস্থলেই মারা যায়।’
সকালে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউএনও নাছরীন আক্তার বলেন, ‘শিশুটির পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে। ওই এলাকাসহ উপজেলার যত জায়গায় যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে, তাদের সরিয়ে ফেলার চেষ্টা চলছে। ইউনিয়ন চেয়ারম্যানদেরও সংশ্লিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’
এদিকে, আজ শনিবার ভোরে জৈন্তাপুর উপজেলার ৬ নম্বর চিকনাগোল ইউনিয়নে দুটি টিলা ধসে তিনটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল ওয়াদুদ জানান, তাঁর বাড়ির কাছে ভোরে একটি টিলা ধসে পড়ে। এরপর কিছু দূরের আরেকটি টিলা একই সঙ্গে তিনটি বাড়ির ওপরে ধসে পড়ে। তবে ধসের আগে এসব ঘরের বাসিন্দারা দ্রুত বেরিয়ে যাওয়ায় রক্ষা পায় তারা। টিলা ধসে স্থানীয় লেদই পাত্র, সুদেন পাত্র ও রণ পাত্রের বাড়ি পুরো ভেঙে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম। তিনি খাদ্যসহায়তা বাবদ ১০ হাজার টাকা করে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে সহায়তা প্রদান করেন।
ইউএনও আল-বশিরুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আপাতত চলার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া পাহাড়-টিলার কাছে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করে জানানো হয়েছে।’
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার দায়ে ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। গতকাল শনিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগরে ট্রলারসহ জেলেদের আটক করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী।
২০ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ রোববার (৩ আগস্ট) বিকেলে সাড়ে ৪টার পরে উপজেলার রামপুরে এই দুর্ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেকিশোরগঞ্জে হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মাহবুবুর রহমানের (৪৫) বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলার বাদী প্রতিষ্ঠানটির বাবুর্চি (২৮) এক যুবক। এ ছাড়া প্রতিষ্ঠানটির উপসহকারী উদ্যান কর্মকর্তা বিপ্লব চন্দ্র বিশ্বাসের (৪২) বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা হয়।
৩২ মিনিট আগেকুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. আলাউদ্দিনকে (৫৫) তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে চান্দাশ এলাকায় আজ রোববার দুপুরে তাঁকে সড়ক থেকে তুলে নেয় দুর্বৃত্তরা। এরপর তাঁকে কুপিয়ে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে যায়।
৩৪ মিনিট আগে