কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন থেকে দুই শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলা মুন্সিবাজার ইউনিয়নের মুন্সীবাজারের পাশে কৃষিজমি থেকে তাঁদের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা জানিয়েছেন তাঁরা সিলেটে মাজার জিয়ারতের জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়েছিলেন।
আটক রোহিঙ্গারা হলেন—মোহাম্মদ শাহা (১৯), নুর ফাতেমা (১৭), আখলিমা (৭), জুনায়েদ (২৩), তহুরা (২৪), উমায়ের (৪)। তারা সবাই কক্সবাজারের কুতুবপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১১টার দিকে উপজেলার মুন্সিবাজারে এলাকার কৃষি জমিতে ওই ছয়জনকে দেখে স্থানীয়রা। পরে তাঁদের কথাবার্তায় সন্দেহজনক লাগলে তাঁদের আটক করে স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হয়। পরে চেয়ারম্যান তল্লাশি করলে তাঁদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়।
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, ‘স্থানীয়রা শিশুসহ ৬ রোহিঙ্গা আটক করে আমাকে খবর দেন। পরে আমি তাঁদের আটক করে আমার ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে আসি। তারপর কমলগঞ্জ থানা–পুলিশ ও ইউএনওকে অবগত করি।’
তিনি আরও বলেন, ‘আটকদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়। ভারত যাওয়ার জন্য দালাদের মাধ্যমে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসতে পারে।’
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ৬ রোহিঙ্গাকে তাঁদের ক্যাম্পে পাঠানো হবে। সিলেটের হজরত শাহজালাল মাজার জিয়ারতের জন্য তাঁরা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন থেকে দুই শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলা মুন্সিবাজার ইউনিয়নের মুন্সীবাজারের পাশে কৃষিজমি থেকে তাঁদের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা জানিয়েছেন তাঁরা সিলেটে মাজার জিয়ারতের জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়েছিলেন।
আটক রোহিঙ্গারা হলেন—মোহাম্মদ শাহা (১৯), নুর ফাতেমা (১৭), আখলিমা (৭), জুনায়েদ (২৩), তহুরা (২৪), উমায়ের (৪)। তারা সবাই কক্সবাজারের কুতুবপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১১টার দিকে উপজেলার মুন্সিবাজারে এলাকার কৃষি জমিতে ওই ছয়জনকে দেখে স্থানীয়রা। পরে তাঁদের কথাবার্তায় সন্দেহজনক লাগলে তাঁদের আটক করে স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হয়। পরে চেয়ারম্যান তল্লাশি করলে তাঁদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়।
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, ‘স্থানীয়রা শিশুসহ ৬ রোহিঙ্গা আটক করে আমাকে খবর দেন। পরে আমি তাঁদের আটক করে আমার ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে আসি। তারপর কমলগঞ্জ থানা–পুলিশ ও ইউএনওকে অবগত করি।’
তিনি আরও বলেন, ‘আটকদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়। ভারত যাওয়ার জন্য দালাদের মাধ্যমে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসতে পারে।’
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ৬ রোহিঙ্গাকে তাঁদের ক্যাম্পে পাঠানো হবে। সিলেটের হজরত শাহজালাল মাজার জিয়ারতের জন্য তাঁরা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
১৮ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
২২ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
৩৪ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
১ ঘণ্টা আগে