Ajker Patrika

কমলগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২২: ৫২
কমলগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাজমুল হাসান (৩৫) নামের এক ব্যবসায়ী নেতা খুন হয়েছেন। রোববার দুপুর ২টায় রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে। তিনি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা। 

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একটি মাইক্রোবাসযোগে দুর্বৃত্তরা চৈত্রঘাট বাজারে এসে নাজমুল হাসানকে তাঁর বাসার সামনে রাম দা দিয়ে কোপায়। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সন্ধ্যা ৭টায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ দিকে তাঁর মৃত্যুর সংবাদ প্রকাশ হওয়ার পর চৈত্রঘাট বাজার এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা একই এলাকার প্রতিপক্ষ জুয়েল আহমদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। 

রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজির উদ্দীন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতাপী গ্রামের জুয়েল আহমদের সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ নানা বিষয় নিয়ে তাঁদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গুরুতর আহত অবস্থায় সামাজিক যোগাযোগের মাধ্যমের একটি লাইভে নাজমুল হাসান ছুরিকাঘাতের সময় কয়েক জনের নাম প্রকাশ করে বলেন, তিনি তাদেরকে চিনতে পেরেছেন। 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ এখনো আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত