Ajker Patrika

সিলেটে অবরোধের সমর্থনে জামায়াতের মিছিল-পিকেটিং

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৯: ৩৮
সিলেটে অবরোধের সমর্থনে জামায়াতের মিছিল-পিকেটিং

সিলেটে অবরোধের সমর্থনে মিছিল-পিকেটিং করেছে জামায়াতে ইসলামী। আজ বুধবার দুপুরে ষষ্ঠ ধাপের টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে মহানগর জামায়াতের উদ্যোগে নগরের বিভিন্ন পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়েছে বলে জানায় দলটি। 

আজ বিকেলে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরের সিলেট-তামাবিল রোডের মিরাবাজার ও মেডিকেল রোডের কাজলশাহ এলাকায় অনুষ্ঠিত পিকেটিং-পরবর্তী মিছিল-সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমুখ। 

এ সময় জামায়াতের নেতারা বলেন, দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে নির্বাচন কমিশন ফের বাকশালীদের ক্ষমতায় রাখার ষড়যন্ত্র করছে। দেশেবিরোধী নেতা-কর্মীদের ষড়যন্ত্রমূলক মামলায় প্রহসনের বিচারে ফরমায়েশি সাজা দেওয়া হচ্ছে এবং গণগ্রেপ্তার চালিয়ে হাজার হাজার নেতা-কর্মীকে কারাগারে আটকে রাখা হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশে নির্বাচনের অর্থ হলো ক্ষমতাসীনদের বিজয়ী ঘোষণা করা। দেশে এ ধরনের নির্বাচন জাতি মেনে নেবে না। সরকার ও নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ঘোষিত ফরমায়েশি তফসিল বাতিল করতে হবে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে কারাগারে রেখে দেশে একতরফা নির্বাচনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। 

নেতারা জামায়াতের আহূত ষষ্ঠ ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন বুধবারের অবরোধ সফলের মাধ্যমে নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান এবং বৃহস্পতিবারের অবরোধ সফলের আহ্বান জানান। 

নেতারা বলেন, জনমতের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে সরকার দ্রুত বিদায় নেবে। অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের বিকল্প নেই। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দসহ সব রাজবন্দীকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে প্রহসনের তফসিল বাতিল এবং চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গ্রেপ্তার সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি এবং বাসা-বাড়িতে তল্লাশির নামে পুলিশি হয়রানি বন্ধ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত