Ajker Patrika

হবিগঞ্জের দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০ 

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০ 

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশায় এই ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত একজনকে আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের সময় বাড়িঘরে হামলা–ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (সোমবার) মাধবপাশা গ্রামের আব্দুল হাশিম ওরফে কটকা মিয়ার গ্রুপের মুজাই মিয়ার ছেলে ফাহিমের (১২) সঙ্গে জমিরাহাটীর আরক মিয়ার স্বজন আমিরুল মিয়ার ছেলে আবিদুরের (১৩) কবরস্থানে জুতা নিয়ে ওঠাকে কেন্দ্র করে বাগ বিতণ্ডা হয়।

এ সময় ফাহিম এবং তার স্বজনরা আবিদুরকে মারপিট করে। এরই জের ধরে আমিরুল মিয়ার লোকজন মাধবপাশা গ্রামে হামলা চালালে উভয় গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে মাধবপাশা গ্রামের ফ্রান্স প্রবাসী সাবুদ্দিন মিয়ার বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা ও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ।আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষই এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। পরবর্তীতে কোন ঝামেলা যেন সৃষ্টি না হয় এ ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত