বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার সিলেটের দ্রুত বিচার সিনিয়র আদালত-১ এর বিচারক এই রায় দেন। এ ছাড়া মামলায় অভিযুক্ত আরও চারজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি শামীম আহমদ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পৌর এলাকার নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি।
মামলার বাদী ও সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব মামলার রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া চারজন হলেন–বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জুনাব আলী, দবির মিয়া ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সেবুল।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে ১০ আগস্ট সিলেটের বিশ্বনাথে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে আসেন সংসদ সদস্য মোকাব্বির খান। এ সময় তার গাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত।
পরে সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব বাদী হয়ে দ্রুত বিচার আইনে পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা (মামলা নম্বর ১০) দায়ের করেন। মামলার প্রধান অভিযুক্ত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ। এ ছাড়া মামলায় আরও চারজনের নাম উল্লেখ করা হয়।
সিলেটের বিশ্বনাথে সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার সিলেটের দ্রুত বিচার সিনিয়র আদালত-১ এর বিচারক এই রায় দেন। এ ছাড়া মামলায় অভিযুক্ত আরও চারজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি শামীম আহমদ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পৌর এলাকার নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি।
মামলার বাদী ও সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব মামলার রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া চারজন হলেন–বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জুনাব আলী, দবির মিয়া ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সেবুল।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে ১০ আগস্ট সিলেটের বিশ্বনাথে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে আসেন সংসদ সদস্য মোকাব্বির খান। এ সময় তার গাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত।
পরে সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব বাদী হয়ে দ্রুত বিচার আইনে পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা (মামলা নম্বর ১০) দায়ের করেন। মামলার প্রধান অভিযুক্ত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ। এ ছাড়া মামলায় আরও চারজনের নাম উল্লেখ করা হয়।
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে নিখোঁজের ১৯ দিন পর মরিয়ম (১৪) নামের এক স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের একটি ডোবা থেকে দেহ এবং আজ শনিবার সকালে মাথা ও হাত উদ্ধার করা হয়।
১ সেকেন্ড আগেবাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, গত ১৭ বছর শিক্ষকদের ভোটে সিল মারার কাজে লাগানো হয়েছে। আর নিরীহ শিক্ষকদের নানাভাবে অসম্মানিত করা হয়েছে। তাই শিক্ষকদের সম্মান ফেরাতে সবাইকে কাজ করতে হবে।
১৬ মিনিট আগেপাবনার বেড়া উপজেলায় মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো. হাদিস (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত হাদিস সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি বেড়া উপজেলার তারাপুর গ্রামে
৩৭ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর ও কোদালের কোপে এক বিধবা নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী মফিজ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবেয়া বেওয়া (৫০)।
৪৪ মিনিট আগে